জাল পাসপোর্টচক্রে মঙ্গলবার প্রথম কোনও ভারতীয় পাসপোর্টধারী বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাচক্রে সে আবার হিন্দু। ধৃত পলাশ বিশ্বাস মধ্যমগ্রামের গঙ্গানগরে ভাড়া বাড়িতে থাকত বলে জানা গিয়েছে। ধৃত পলাশ বিশ্বাসকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
কলকাতার চিৎপুরের বাসিন্দা পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার মধ্যমগ্রামে ডেকে পাঠিয়েছিল পুলিশ। এর পর তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। জাল পাসপোর্টকাণ্ডে এতদিন পাসপোর্ট তৈরির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। এই প্রথম কোনও জাল পাসপোর্টধারীকে গ্রেফতার করল তারা। ধৃত যুবক বিভিন্ন ভাবে একাধিক ভুয়ো ভারতীয় নথি বানিয়েছে বলে অভিযোগ। তার পর সেই নথি ব্যবহার করে পাসপোর্ট বানায় সে। মঙ্গলবার মধ্যমগ্রামের গঙ্গানগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
তদন্তকারীরা জানতে পেরেছেন, ধৃতের আসল নাম চয়ন বড়ুয়া। বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা সে। সেখানে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনো করেছে অভিযুক্ত। ২০২১ সালে অসম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে পলাশ। এর পর দেশের বিভিন্ন বড় শহরে বিভিন্ন কাজ করত সে। এমনকী বিদেশে যাওয়ার জন্য ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে ভিসার আবেদনও করেছিল অভিযুক্ত।
পলাশ বিশ্বাসের গ্রেফতারি নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘বাংলাদেশ থেকে কোনও হিন্দু ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে এপারে এলে তার ভারতবর্ষে থাকার অধিকার রয়েছে। তাকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা আমরা CAAর মাধ্যমে করেছি। আগামীদিনেও করব।’