আজ, ১৫ নভেম্বর, শুক্রবার গুরু নানক জয়ন্তী। এই উপলক্ষে সরকারি ছুটি। তাই কলকাতায় কি আজ ব্যাঙ্ক বন্ধ থাকবে? এই নিয়ে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ছুটির তালিকা অনুযায়ী, ১৫ নভেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্কও বন্ধ থাকবে। এই আবহে আজ পশ্চিমবঙ্গের সর্বত্রই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিকে সরকারি ছুটি থাকায় বিভিন্ন সরকারি দফতরের অফিসও আজ বন্ধ থাকবে। এদিকে বাংলা ছাড়াও আজ অরুণাচল প্রদেশ, নয়াদিল্লি, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, মিজোরাম, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এদিকে আজ গুরু নানক জয়ন্তী। উপলক্ষে ব্যাঙ্কের পাশাপাশি বন্ধ থাকবে শেয়ার বাজারও। কারণ আজ মহারাষ্ট্রে সরকারি ছুটি আছে। প্রসঙ্গত, যেদিন যেদিন মুম্বইতে সরকারি ছুটি থাকে, সেদিন শেয়ার বাজার বন্ধ থাকে। (আরও পড়ুন: 'সাময়িক বঞ্চনার' অবসান, একলাফে ১২% ডিএ বাড়িয়ে কর্মীদের 'বড় উপহার' সরকারের)
আরও পড়ুন: ১০০টি রুট 'হাওয়া', দৈনিক বাসের সংখ্যা ২৫০০ থেকে কমে ৭০০! গলার কাঁটা আরও ১৫০০
উল্লেখ্য, বর্তমানে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এই আবহে ১৬ নভেম্বরও কি ব্যাঙ্ক ছুটি থাকবে? এই নিয়েও অনেকের মনে প্রশ্ন জেগেছে। অবশ্য চলতি সপ্তাহের শনিবার হল এই মাসের তৃতীয় শনিবার। এই আবহে ব্যাঙ্ক খোলা থাকবে সেদিন। তাই টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না। তবে যে সব সরকারি অফিসের দু'দিন করে সাপ্তাহিক ছুটি থাকে, সেই সরকারি অফিসের কর্মীরা টানা তিনদিন ছুটি পাচ্ছেন আজ থেকে। এমনিতেও এর আগে কালীপুজো এবং ছটপুজোর সময় দুটো লম্বা উইকেন্ড পেয়েছিলেন সরকারি কর্মীরা। আর আজ থেকে আরও একটি লম্বা উইকেন্ড পাচ্ছেন তাঁরা। (আরও পড়ুন: বাংলায় নয়া রেলপথের 'কাঁটা' এক দিঘি, অনড় ৯১, ৯৫০ মিটারের জন্যে নাছোড়বান্দা রেলও)
এদিকে এরপর আর নভেম্বরে সাপ্তাহিক ছুটি ছাড়া কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক আর বন্ধ থাকবে না। এই আবহে ১৭ নভেম্বর (রবিবার), ২৩ নভেম্বর (চতুর্থ শনিবার) এবং ২৪ নভেম্বর (রবিবার) ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতায়। অবশ্য সাম্প্রতিককালে প্রতি সপ্তাহেই ব্যাঙ্ক কর্মীদের ২টো করে সাপ্তাহিক ছুটি দেওয়ার দাবি তোলা হয়েছে। এই নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়নগুলির মধ্যে। তবে এই সাপ্তাহিক ছুটির নিয়ম বদলের বিষয়টি সরকারের অনুমোদন সাপেক্ষ। তবে এই বিধি চালু হলে ব্যাঙ্ক কর্মীদের দৈনিক কাজের সময়সীমা বাড়তে পারে ৪০ মিনিট। সেই ক্ষেত্রে ব্যাঙ্কের শাখা সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা রাখা হতে পারে বলে দাবি করা হয়েছিল একাধিক রিপোর্টে।