বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কোভিড রিপোর্টে জালিয়াতি, ব্যাঙ্ক ম্যানেজারের মৃত্যুতে গ্রেফতার ৩

কোভিড রিপোর্টে জালিয়াতি, ব্যাঙ্ক ম্যানেজারের মৃত্যুতে গ্রেফতার ৩

পরে সরকারি হাসপাতালে তাঁর রিপোর্ট পজিটিভ পাওয়া গেলেও বাঁচানো যায়নি ব্যাঙ্ক কর্তাকে।

২৫ জুলাই বিমলবাবুর বাড়ি থেকে তাঁর সোয়্যাব নমুনা সংগ্রহ করা হয়। পরে ফোনে জানানো হয়, রিপোর্ট নেগেটিভ এসেছে।

ভুয়ো সোয়্যাব রিপোর্টের ফাঁদে পড়ে মারা গেলেন কলকাতার এক ব্যাঙ্ক ম্যানেজার। পরে সরকারি হাসপাতালে তাঁর রিপোর্ট পজিটিভ পাওয়া গেলেও বাঁচানো যায়নি ৫৭ বছরের ব্যাঙ্ক কর্তাকে। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তিন জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। 

পুলিশ জানিয়েছে, কয়েক দিন জ্বর ও কাশিতে ভোগার পরে পারিবারিক চিকিৎসকের কাছে গিয়েছিলেন পেশায় ব্যাঙ্ক চাকুরে বিমল সিনহা। প্রচণ্ড দুর্বল হয়ে পড়া বিমলবাবুর রক্ত পরীক্ষার জন্য সেই চিকিৎসক পরিচিত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন যাঁর একটি প্যাথোলজিকাল পরীক্ষাগার রয়েছে। গত ২৫ জুলাই সেই ব্যক্তি বিমলবাবুর বাড়ি এসে তাঁর সোয়্যাব নমুনা সংগ্রহ করে নিয়ে যান। পরে ফোনে জানানো হয়, রিপোর্ট নেগেটিভ এসেছে। 

রোগীর পরিবার তাতে সন্তুষ্ট না হলে পরীক্ষাগার মালিকের ভাই তাঁদের একটি হাতে লেখা রিপোর্ট দেন এবং হোয়াটসঅ্যাপ মেসেজে করোনা নেগেটিভ হওয়ার কথা জানান। 

এম আর বাঙুর হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, রিপোর্টটি জাল। তাঁর কথায়, ‘সোয়্যাব রিপোর্টটির সঙ্গে একটি হাতে লেখা ৯ সংখ্যার স্পেসিমেন রেফারাল ফর্ম আইডি দেওয়া হয়েছিল। আসল রিপোর্ট টাইপ করা হয় এবং তাতে ১৩ সংখ্যার আইডি দেওয়া থাকে। ওই রিপোর্টটি ভুয়ো।’

এর পর তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে বিমলবাবুকে প্রথমে একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই ধরা পড়ে জাল রিপোর্টের বিষয়টি। অনেক চেষ্টা করে এর পর বিমলবাবুকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। গত ৩০ জুলাই বাঙুর হাসপাতালে তিনি মারা যান।

ঘটনার জেরে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন বিমল সিনহার স্ত্রী। বিমলবাবুর ছেলে হর্ষ সিনহা জানিয়েছেন, বাড়ি থেকে নমুনা সংগ্রহের জন্য ২,০০০ টাকা নিয়েছিলেন ওই পরীক্ষাগারের মালিক। 

তদন্তে নেমে মোবাইল নম্বর থেকে পাওয়া সূত্র ধরে অভিযুক্তদের সন্ধানে তল্লাশিতে নামেন নেতাজি নগর থানার ওসি সুভাষ অধিকারী। এর পর দক্ষিণ কলকাতা থেকে গ্রেফতার করা হয় ইন্দ্রজিৎ সিকদার (২৬) ও বিশ্বজিৎ সিকদার (২৩) নামে দুই ভাইকে। তাঁরা দুটি স্বনামধন্য হাসপাতালে চুক্তিবদ্ধ প্রযুক্তি কর্মী হিসেবে যুক্ত রয়েছেন। তৃতীয় অভিযুক্ত, প্যাথোলজিক্যাল পরীক্ষাগারের মালিক অনীত পায়রাকেও গ্রেফতার করেছে পুলিশ।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

Skin Care: এই ফল চিবোলেই দৌড়োবে মুখের বলিরেখা, খেয়ে দেখুন তুঙ্গে যিশুর সঙ্গে বিচ্ছেদের চর্চা, তারই মাঝে নীলাঞ্জনা বললেন ‘আমি ভালো নই হয়ত…’ T20তে ৩০০ নয়! টেস্টে একদিনে ৪০০ করার টার্গেট গৌতির! চোখে সরষে ফুল দেখছে কিউয়িরা… সলমনের পর এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় মুনাওয়ার ফারুকি!হুমকি পেলেন কমেডিয়ান ধোনির জন্য নয়! IPL-এ এমনিই ফিরেছে বাতিল আনক্যাপড প্লেয়ার রুল! বলছেন চেয়ারম্যান… বাড়িতে পেঁচার মূর্তি কোনদিকে রাখা শুভ? কোজাগরী লক্ষ্মীপুজোর আগে রইল বাস্তুটিপস 'অশান্তি ছড়াতে পারে', ডাক্তারদের দ্রোহের কার্নিভাল ঠেকাতে কড়া নির্দেশ পুলিশের বিদায়বেলায় দুর্গার সামনে দাঁড়িয়ে প্রার্থনা সৌরভের, 'মা'য়ের থেকে কী চাইলেন? শ্রীলঙ্কার মাটিতে স্পিনারদের হাতে পর্যুদস্ত! জাদেজা-অশ্বিনে বাড়তি সতর্ক কিউয়িরা 'এখানে কেউ চকোলেট-স্যান্ডউইচ খেয়ে অনশন করছে না', কাকে খোঁচা ডঃ দেবাশিস হালদারের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.