বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিচারপতি মান্থার এজলাসে তাণ্ডবের ঘটনায় ৯ আইনজীবীকে সাসপেন্ডের সুপারিশ BCI-এর

বিচারপতি মান্থার এজলাসে তাণ্ডবের ঘটনায় ৯ আইনজীবীকে সাসপেন্ডের সুপারিশ BCI-এর

কলকাতা হাইকোর্টে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিদল। (PTI)

ঘটনার তদন্তে ৩ সদস্যের দল গঠন করে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। কলকাতা হাইকোর্টে এসে ঘটনার তদন্ত করেন তাঁরা। দিল্লি ফিরে গিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে রিপোর্ট দেয় কমিটি।

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে দরজা বন্ধ করে তাণ্ডব ও বিচারপ্রার্থীদের প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টের ৯ জন আইনজীবীকে সাসপেন্ড করার সুপারিশ করল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। ঘটনার তদন্তে কলকাতা সফরের পর বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ৩ সদস্যের দলের পেশ করা রিপোর্টের ভিত্তিতে এই সুপারিশ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ৯ আইনজীবী কারা তা এখনও অস্পষ্ট। কলকাতা হাইকোর্টে বিষয়টি বিচারাধীন থাকায় এই সুপারিশের তাৎপর্য এখনও স্পষ্ট নয়।

গত ১০ জানুয়ারি ভোর রাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার কলকাতার বাসভবনের সামনে ব্যক্তিগত আক্রমণ করে কুরুচিকর পোস্টার লাগায় কেউ বা কারা। এই নিয়ে যখন সকালে চারদিকে শোরগোল শুরু হয়েছে। তখন কলকাতা হাইকোর্টে ওই একই পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলপন্থী আইনজীবীরা। এমনকী অন্য আইনজীবীদের বিচারপতি মান্থার এজলাসে ঢুকতে বাধা দেয় তারা। এমনকী বিচারপতি মান্থার এজলাসের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।

সেই ঘটনার তদন্তে ৩ সদস্যের দল গঠন করে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। কলকাতা হাইকোর্টে এসে ঘটনার তদন্ত করেন তাঁরা। দিল্লি ফিরে গিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে রিপোর্ট দেয় কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতে ৯ আইনজীবীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

ওই ঘটনায় ইতিমধ্যে আদালত অবমাননার রুল জারি করেছেন বিচারপতি রাজশেখর মান্থা। সেই মামলার শুনানির জন্য ৩ বিচারপতির বেঞ্চ গঠন করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

বন্ধ করুন