বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ITR Fraud: সাবধান! ইনকাম ট্যাক্স রিটার্নের নাম করে আসছে ভুয়ো মেসেজ, ক্লিক করলেই হাওয়া হবে টাকা

ITR Fraud: সাবধান! ইনকাম ট্যাক্স রিটার্নের নাম করে আসছে ভুয়ো মেসেজ, ক্লিক করলেই হাওয়া হবে টাকা

সাবধান! ইনকাম ট্যাক্স রিটার্নের নাম করে আসছে ভুয়ো মেসেজ, ক্লিক করলেই হাওয়া হবে টাকা(iStockphoto) (MINT_PRINT)

কলকাতার শহরতলির এক অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি চাকুরে এই ফাঁদে পড়েছিলেন। প্রতারকরা তার কাছ থেকে ৮৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

যদি আপনি আয়কর দফতরের তরফে এমন কোনও ইমেল পান যেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি আইটি রিফান্ড পাবেন আর অন্যান্য সুবিধা পাবেন। বাজেটের কথাও উল্লেখ করা থাকতে পারে। কিন্তু এক্ষেত্রে সাবধান। এই ইমেলের পেছনে থাকতে পারে প্রতারকদের হাত। তারাই হয়তো আপনার টাকা হাতিয়ে নেওয়ার ছক কষছে। সেকারণে কোনও লিঙ্কে ক্লিক করার আগে খুব সাবধান। গোটা দেশ জুড়েই এই ধরনের প্রতারকরা ফাঁদ পেতেছে বলে খবর। 

পুলিশ ও আয়কর সংক্রান্ত উপদেষ্টাদের মতে সেই ২০১৮ সাল থেকেই করদাতাদের ফাঁদে ফেলতে এই ধরনের প্রতারণার জাল বোনা হচ্ছে। এই মাসটা করদাতাদের মাস। আর সেই মাসেই করদাতাদের টার্গেট করছে প্রতারকরা। 

সম্প্রতি এমনই একটা ফাঁদের সন্ধান মিলেছিল। কলকাতার শহরতলির এক অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি চাকুরে এই ফাঁদে পড়েছিলেন। প্রতারকরা তার কাছ থেকে ৮৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। বাজেটে যেসব নতুন নীতি আনা হয়েছে তা শেখানো হবে বলে জানানো হয়েছিল। কিন্তু পুরোটাই ছিল ফাঁদ। 

আর সেই লিঙ্কে ক্লিক করতেই সব টাকা হাওয়া। এদিকে আর কয়েকদিন মাত্র পড়ে রয়েছে এই রিফান্ডের জন্য ফাইল করতে। আইটিআর দাখিল করার জন্য আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে। সেক্ষেত্রে সতর্ক থাকার জন্য আবেদন করা হয়েছে পুলিশের তরফে। 

এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রতারকরা ভুয়ো মেসেজ পাঠাচ্ছে। তারা দাবি করছে কেন্দ্রীয় বাজেটে যে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে সেটা তারা জানাতে চাইছে। এরপর সেই মেসেজের সঙ্গে এপিকে ফাইলে একটা লিঙ্ক থাকছে। এই অ্যাপটা ডাউনলোড করলেই বিপদ। এই অ্যাপটা একেবারে আসল ব্যাঙ্কের অ্যাপের মতো। এরপর সেই ভুয়ো ব্যাঙ্ক অ্যাপে প্রয়োজনীয় তথ্য দিলেই বিপদ বাড়তে পারে। 

অন্যদিকে আইটিআর রিফান্ডের ক্ষেত্রেও একটি মেসেজ পাঠিয়ে সেখানকার লিঙ্কে রিফান্ডের জন্য় আবেদন করার কথা বলা হচ্ছে। আর সেখানে ক্লিক করলেই বিপদ। কারণ এগুলির সঙ্গে আয়কর দফতরের কোনও যোগাযোগ নেই। এদিকে এই ওয়েবসাইটগুলি একেবারে আসলের মতো দেখতে। সেক্ষেত্রে খুব সাবধান।  

সেক্ষেত্রে যাঁরা আইটিআর ফাইল করেন তাঁদের সাবধান থাকা দরকার। অন্য লিঙ্কে ক্লিক করলেই সব অ্য়াকাউন্ট ফাঁকা হতে পারে। সেক্ষেত্রে সাবধান না হলেই বিপদ। অনেক টাকা খোয়া যেতে পারে। সাবধান করছে পুলিশও। 

বাংলার মুখ খবর

Latest News

৭০ বছরের উর্ধ্বে প্রত্যেক বর্ষীয়ানের জন্য ‘আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা’-কেন্দ্র ডাক্তারদের পাশে যাদবপুর, খাবার-ফ্যান-জলের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াল আর কারা? রাজনীতি আছে, খোলা মনে আলোচনা চাইছে না, এবার চন্দ্রিমার নিশানায় জুনিয়র ডাক্তাররা 'বাঙালি হিসেবে…' ভাঙা হাত নিয়েই আরজি করের বিচার চেয়ে পথে নামলেন মিঠুন! Video: রাধাষ্টমীতে উৎসবের রঙে সেজে উঠল মায়াপুরের ইসকন লন্ডনের রাস্তায় জলের বোতল হাতে দাঁড়িয়ে বিরাট, পাশে তখন কী করছিলেন অনুষ্কা? আগামিকাল কেমন কাটবে আপনার? হাতে টাকা আসতে পারে? ১২ সেপ্টেম্বরের রাশিফল জানুন পুজোর আগে সুখবর! এবার স্টেশন পৌঁছনোর আগেই কাটা যাবে মেট্রোর টিকিট, এল 'অ্যাপ' ফাইনালে ঝকঝকে শতরান রোহিতের, তিলককে ছাড়াই বুচি বাবু চ্যাম্পিয়ন হায়দরাবাদ স্যার, বাংলায় বিচারপতিদেরও সুরক্ষা নেই, কেন্দ্রকে চিঠি দিলেন সুকান্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.