বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mithun Chakrabarty: ‘আত্মহুতির জন্য তৈরি থাকুন, গুলি চালাতে পারে,’ আশঙ্কা মিঠুনের, পালটা দিলেন কুণাল

Mithun Chakrabarty: ‘আত্মহুতির জন্য তৈরি থাকুন, গুলি চালাতে পারে,’ আশঙ্কা মিঠুনের, পালটা দিলেন কুণাল

কুণাল ঘোষ ও মিঠুন চক্রবর্তী

মিঠুন বলেছিলেন, এই সরকার আন্দোলনকে ভণ্ডুল করে দিতে চায়। এখন আমরা দেখছি চোখ খুলে। যদি দেখি ভণ্ডুল তখন আমরা নামব। আবার নবান্ন অভিযান হবে।

জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন। তাঁদের আন্দোলন এখনও চলছে। আন্দোলনে নেমেছে বঙ্গ বিজেপির নেতৃত্বও। সোমবার সেই বঙ্গ বিজেপির মঞ্চে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানে এসেই মিঠুন একেবারে ফিল্মি স্টাইলেই বলেছিলেন, দিন এসে গিয়েছে। তৈরি থাকুন। আত্মহুতি দিতে হতে পারে। এমনকী সেই সঙ্গেই মিঠুন আশঙ্কা প্রকাশ করেছিলেন,গুলি চালানো হতে পারে। 

মিঠুন বলেছিলেন, এই সরকার আন্দোলনকে ভণ্ডুল করে দিতে চায়। এখন আমরা দেখছি চোখ খুলে। যদি দেখি ভণ্ডুল তখন আমরা নামব। আবার নবান্ন অভিযান হবে। এরপরই তিনি বলেছিলেন, আমি থাকব। এই অভিযান ব্রিজে গিয়ে থামবে না। ১৪ তলায় গিয়ে থামবে। কার্যত বঙ্গ বিজেপির ঝিমিয়ে পড়া নেতাদের চাঙা করতে চেষ্টার কোনও কসুর করেননি মিঠুন। 

তবে অনেকেই বলছেন এবার আরজি করের মতো এত বড় ইস্যু পেয়েছে বঙ্গ বিজেপি। এই ইস্যু রাজ্য়ের গন্ডী ছাপিয়ে চলে গিয়েছে ভিনরাজ্যে। রাজ্যে রাজ্যে হয়েছে প্রতিবাদ। কিন্তু তারপরেও যেন কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বও এনিয়ে বিশেষ উচ্চবাচ্য করছেন না। বঙ্গ বিজেপির নেতৃত্ব ধরনায় বসেছেন। কিন্তু কোথাও যেন সেই আগের মতো জোশ নেই। তবে কি ভোট দূরে এটা বুঝে গিয়েই আন্দোলনের তীব্রতা সেভাবে নেই। 

তবে মিঠুন কিন্তু আন্দোলনে জোর আনতে সবরকম প্রচেষ্টা করেছেন। মিঠুন জানিয়েছেন, তৈরি থাকুন। দিন এসে গিয়েছে। আত্মহুতি দিতে হতে পারে। আমাদের তৈরি থাকতে হবে। ওরা গুলি চালাবে। আমরা সামনে থাকব। কত গুলি চালায় চালাক। কিন্তু আমাদের ১৪ তলায় গিয়ে থামব। হুঁশিয়ারি মিঠুনের। 

তবে মিঠুনের সেই হুঁশিয়ারির জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, মিঠুনদার নিশ্চয়ই কোনও সিনেমা আসছে। বিপ্লবী ডায়ালগ দিয়ে প্রচার পেতে নেমেছে। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একাধিক ক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আগেও কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। এবার আরজি কর ইস্যু নিয়ে বঙ্গ বিজেপিকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আর সেই মিঠুনকে তীব্র কটাক্ষ করলেন কুণাল ঘোষ। 

এদিকে আরজি কর কাণ্ড কার্যত অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে। অস্বস্তিতে ফেলেছে রাজ্য সরকারকে। এদিকে সেই পরিস্থিতিতে কুণাল এক্স হ্যান্ডেলে দাবি করেছেন,  রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বহু জুনিয়র চিকিৎসকের সঙ্গে অন্যায় করা হচ্ছে! সেটা করা হচ্ছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একাংশের চাপে! 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.