বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের গুলি চলার ঘটনার তদন্তকারী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলেরই স্থানীয় কাউন্সিলর অলকানন্দা দাসের। তাঁর দাবি, তৃণমূল নেতা রাজু নস্করের কার্যালয় থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সেটি গায়েব করে দিয়েছে পুলিশ। আগ্নেয়াস্ত্র উদ্ধারের উল্লেখ নেই সিজার লিস্টে। এমনকী আগ্নেয়াস্ত্রটি আদালতেও পেশ করা হয়নি। রবিবারের সংঘর্ষের ঘটনায় ২ পক্ষের ১১ জন করে মোট ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার শিয়ালদা আদালতে পেশ করে তাদের ৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা।
এদিন অলকানন্দার অনুগামীরা দাবি করেন, বেলেঘাটার আলোছায়া এলাকায় রাজু নস্করের কার্যালয় থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। যদিও সেই আগ্নেয়াস্ত্রের উল্লেখ সিজার লিস্টে নেই। প্রশ্ন উঠছে, তৃণমূলের মুখ বাঁচাতে কি তাহলে আগ্নেয়াস্ত্র গায়েব করে দিল পুলিশ? একই অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাসও।
এদিন শিয়ালদা আদালতের সামনে গ্রেফতার হওয়া অলকানন্দা অনুগামীদের স্ত্রীরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, রবিবার রাজু নস্করকে গুলি চালাতে দেখেছেন তাঁরা। তার পর রাজুর কার্যালয় থেকে বন্দুক উদ্ধার করেছে পুলিশ। যদিও সেই বন্দুকের উল্লেখ নেই সিজার লিস্টে। তাঁদের অভিযোগ, বিধায়ক পরেশ পালের মদতে রাজু নস্করের বাড়বাড়ন্ত হয়েছে। পরেশ পাল রাজুর কাছ থেকে টাকা তোলেন।
সোমবার দিনভর আলোছায়া এলাকা ছিল থমথমে বেলেঘাটা মেইন রোড ছাড়া ভিতরের রাস্তাগুলি ছিল শুনশান। ছিল পুলিশি প্রহরা। সারা দিন রাজু নস্করের দেখা পাওয়া যায়নি। খোলা হয়নি তার অফিসও। ওদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনায় পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে।