বাড়ি থেকে আত্মীয়ের বাড়ি যান স্ত্রী। আর সেই আত্মীয়ের বাড়ির সামনের রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ তাঁর গায়ে ঢেলে দেওয়া হল কেরোসিন। আর কিছু বুঝে ওঠার আগেই আগুন ধরিয়ে দেওয়া হয়। পিছন ফিরে যখন গৃহবধূ দেখলেন, তখন স্বামীর মুখটাই দেখতে পেলেন। আজ, শুক্রবার ভরসন্ধ্যায় বেলঘরিয়ায় আলোড়ন ফেলা ঘটনা ঘটল। স্ত্রীর গায়ে রাস্তায় দাঁড়িয়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করলেন স্বামী ও তাঁর বন্ধুরা বলে অভিযোগ। প্রকাশ্য রাস্তায় লোকজন থাকার মধ্যেই স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ স্বামীর বিরুদ্ধে।
এদিকে স্বামীর সঙ্গে তার দুই বন্ধুও এই কাজে সহায়তা করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় চিৎকার করতে থাকেন ওই গৃহবধূ। ওই গৃহবধূ এখন আশঙ্কাজনক অবস্থায় সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁর চিকিৎসা চলছে। বেলঘরিয়া কামারহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে। আর বেলঘরিয়া আর্য্যনগরে অনুপমা রোডে এসেছিলেন ওই গৃহবধূ। ওই গৃহবধূর বাড়ি খড়দায়। তিনি বেলঘরিয়ায় এসেছেন জানতে পেরেই মেরে ফেলার ছক কষে স্বামী বলে অভিযোগ।
আরও পড়ুন: পুলিশের হাতে কামড় দিয়ে চম্পট ডাকাত, কৃষ্ণনগর আদালতে আলোড়ন, তারপর কী হল?
অন্যদিকে পুলিশ সূত্রে খবর, আজ শুক্রবার সন্ধ্যায় বেলঘরিয়ায় স্বামী–সহ তিনজন এসে তাঁর গায়ে কেরোসিন ঢেলে দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। তাতেই অগ্নিদগ্ধ হয়ে আক্রান্ত হন ওই গৃহবধূ। স্থানীয় বাসিন্দারা ওই মহিলার চিৎকার শুনে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ওই মহিলাকে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় প্রথমে। তার পরে সেখান থেকে কামারহাটি সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মহিলার অবস্থা আশঙ্কাজনক। স্বামী ও তার বন্ধুরা ফেরার। ধরার চেষ্টায় তল্লাশি চলছে।
এছাড়া স্থানীয় সূত্রে খবর, দগ্ধ অবস্থায় ওই গৃহবধূ প্রায় ৩০ মিনিট ঘটনাস্থলে পড়ে ছিলেন। স্থানীয়রা পুলিশে খবর দেয়। আক্রান্ত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সাংসারিক অশান্তির জেরেই এই খুনের চেষ্টার ঘটনা ঘটেছে। বন্ধুদের নিয়ে এসে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা নজিরবিহীন। এই হাড়হিম করা ঘটনায় এলাকার মানুষজন শিউরে উঠেছেন। পুলিশ অকুস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে। তবে অভিযুক্তদের এখনও ধরতে পারেনি। তাদের খোঁজে তল্লাশি জারি আছে পুলিশের।