খড়্গপুর শহরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ। পোশাকি নাম হিরণ্ময় চট্টোপাধ্যায়। সম্প্রতি দলের হোয়াটস অ্য়াপ গ্রুপ ছেড়ে দেওয়ার পরে নানা চর্চা হয় তাঁকে ঘিরে। কেন দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে এনিয়েও চর্চা চলছে পুরোদমে। তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন হিরণ চট্টোপাধ্যায়। তিনি বলেন, বঙ্গ বিজেপি যেন অভিভাবকহীন। আগলে রাখতে পারছে না নিজেদের সন্তানদের। সংসারে বাবা মায়ের মধ্যে অশান্তি হয়। ভাই বোনের মধ্য়ে ঝগড়া হয়। দিনের শেষ আবার ঠিক হয়ে যায়।কিন্তু একজন অভিভাবক কিংবা বাবা মায়ের কখনই সন্তানের হাত ছেড়ে দেওয়া উচিত নয়। তাহলে কিন্তু সন্তানরা হয় বিপথে চলে যাবে, নয় হারিয়ে যাবে কিংবা অনাথ হয়ে পড়বে। এভাবেই বঙ্গ বিজেপির ছন্নছাড়া অবস্থাকে তুলে ধরেন তিনি। তবে কেন্দ্রীয় নেতৃত্বকে সরাসরি তিনি কিছু বলতে চাননি।
বঙ্গ বিজেপি যে নেতৃত্বহীনতায় ভুগছে তা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি। এদিকে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে বলে নানা মহলে চর্চা চলে। তার মধ্যেই কার্যত বোমা ফাটালেন হিরণ। সব মিলিয়ে বিজেপির অন্দরের দ্বন্দ্ব কমার কোনও লক্ষণই নেই। বরং একের পর এক নেতা মুখ খোলা শুরু করেছেন। তথাকথিত শৃঙ্খলাবদ্ধ একটি দলের মধ্য়ে এই, কেউ কাউকে মানছে না পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।