বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'শুনেছি নাকি কারও সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল', BJP নেতার মৃত্যুতে জানালেন দিলীপ

'শুনেছি নাকি কারও সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল', BJP নেতার মৃত্যুতে জানালেন দিলীপ

দিলীপ ঘোষ। ফাইল ছবি

সম্প্রতি বিজেপির যুব নেতা রাজু সরকারের মৃত্যু হয়েছে। বিজেপির অন্তর্কলহের জেরে অসুস্থ হয়ে যে রাজুর মৃত্যু হয়েছে, সে কথা কার্যত স্বীকার করে নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'শুনেছি নাকি কারও সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল।' তবে কার সঙ্গে ওই যুব নেতার কথা কাটাকাটি হয়েছিল, সে বিষয়টি অবশ্য খোলসা করেননি তিনি।

বিজেপি যুব নেতার মৃত্যুকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘‌বৈঠকের পরে রাজু অসুস্থ হয়ে পড়েছিলেন। শুনেছি কারও সঙ্গে রাজুর কথা কাটাকাটি হয়েছিল। কার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে জানি না। আমি এখন দিল্লিতে আছি।’‌ একইসঙ্গে তিনি এও জানিয়ে দেন, ‘‌কথা কাটাকাটির পর রাজু বিজেপি দফতর থেকে বেরিয়ে গিয়েছিলেন। ফের দফতরে ফিরে আসেন। তখনই রাজু অসুস্থ হয়ে পড়েন।’‌

উল্লেখ্য, গত সোমবার হেস্টিংসের দফতরে বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকে বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। তাতে অসুস্থ হয়ে পড়েন রাজু। প্রথমে তাঁকে কলকাতার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই রাজুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ইতিমধ্যে রাজু সরকারের মৃত্যুর ঘটনাকে ঘিরে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে যে হাসপাতালে রাজুকে ভর্তি করানো হয়েছিল, সেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন পুলিশ অফিসাররা। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে। ঘটনার সময়ে বিজেপির পার্টি অফিসে যে ১০ থেকে ১২ জন নেতা হাজির ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির রঙ লাগতে শুরু করেছে। তৃণমূলের দাবি, সেদিন কী ঘটনা ঘটেছে, তা প্রকাশ্যে আনুক বিজেপি। অন্য দিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের বক্তব্য, কোনও অশান্তির ঘটনা ঘটেনি। তবে বিজেপির যুবমোর্চার দাবি, মজা করতে করতেই নাকি যুব নেতা রাজু সরকারের সঙ্গে বচসা বেঁধে যায়।

বাংলার মুখ খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.