বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সেপ্টেম্বরের আগে দিল্লি,মুম্বই-সহ ৬ শহরের উড়ান নামবে না কলকাতায়

সেপ্টেম্বরের আগে দিল্লি,মুম্বই-সহ ৬ শহরের উড়ান নামবে না কলকাতায়

আগামী ৩১ অগস্ট পর্যন্ত পর্যন্ত দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ দেশের ছ'টি শহর থেকে কলকাতায় কোনও বিমান আসবে না (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ)

কেউ চেন্নাই থেকে কলকাতায় আসতে চাইলে হায়দরাবাদ হয়ে আসতে পারছেন। একইভাবে বাকি পাঁচ শহর থেকেও সেভাবে ঘুরপথে কলকাতায় নামা যাচ্ছে।

আবারও বাড়ল নিষেধাজ্ঞার মেয়াদ। আগামী ৩১ অগস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ দেশের ছ'টি শহর থেকে কলকাতায় কোনও বিমান আসবে না।

সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পি এস খারোলাকে চিঠি লিখে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলতি মাসের শেষ পর্যন্ত দিল্লি, মুম্বই, চেন্নাই, পুণে, আমদাবাদ এবং নাগপুর থেকে কোনও উড়ান কলকাতা বিমানবন্দরে নামবে না। তবে দেশের অন্যান্য প্রান্ত থেকে কলকাতায় উড়ান ওঠানামা করবে।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে রাজ্য সরকারের সেই সিদ্ধান্ত নিলেও একাধিক প্রশ্ন উঠছে। রাজ্যের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভও উগরে দিচ্ছেন অনেকে। সম্প্রতি চেন্নাই থেকে কলকাতায় আসা এক মহিলার বক্তব্য, ওই ছ'টি শহর থেকে কলকাতায় উড়ান নামার উপর নিষেধাজ্ঞা চাপানো একেবারেই যুক্তিসঙ্গত নয়। কারণ কেউ ওই ছ'টি শহর থেকে সরাসরি কলকাতায় আসতে না পারলেও অন্য জায়গা থেকে ঘুরে অনায়াসে কলকাতায় ফিরতে পারেন। অর্থাৎ চেন্নাই থেকে কেউ হায়দরাবাদ চলে যেতে পারেন। সেখান থেকে অনায়াসে উড়ান ধরে কলকাতায় ফিরতে পারেন। যেমনভাবে তিনি ১২ ঘণ্টায় চেন্নাই থেকে কলকাতায় ফিরেছেন। সেক্ষেত্রে যাতায়াতে ঝক্কি তো বাড়ছে, বাড়তি খরচও হচ্ছে। একইসঙ্গে সংক্রমণের আশঙ্কাও বাড়ছে। 

একই মত দিল্লি ফেরত এক যাত্রীর। দিল্লি থেকে সরাসরি উড়ান না থাকায় ঘুরপথে তাঁকে কলকাতায় ফিরতে হয়েছে। তাঁর বক্তব্য, উড়ান বদলে ফের কলকাতায় আসতে হওয়ায় ঢের বেশি সময় বিমানবন্দরে কাটাতে হচ্ছে। সেখানে অনেক মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আরও বাড়ছে। তাই ছ'টি শহর থেকে উড়ান বন্ধে আখেরে লাভ হচ্ছে না।

বাংলার মুখ খবর

Latest News

‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.