আজকে থেকেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে রাজ্য আসতে শুরু করবেন দেশের তাবড় শিল্পপতিরা। ব্রিটেন থেকেও বড় প্রতিনিধি দল আসছেন। তবে এই সবের মাঝে সবার নজর আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির দিকে। বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই শিল্পপতি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মধ্যমণি হতে পারেন। জানা গিয়েছে, বেলুড়ে আদানি গোষ্ঠী একটি লজিস্টিক হাব তৈরি করতে পারে। বুধবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলা সম্মেলনে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
বেলুড়ে ১০০ একর জমি জুড়ে একটি লজিস্টিক হাব তৈরি করার পরিকল্পনা রয়েছে আদানি গোষ্ঠীর। এই প্রকল্পে প্রায় ২ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে পারে বলে মনে করা হচ্ছে। বুধবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে এই প্রকল্পের জন্য জমি হস্তান্তরের চুক্তি স্বাক্ষর হতে পারে বলে সূত্রের খবর। সংস্থার তরফে হাবের জন্য আগেই জমি চিহ্নিত করে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। আগে যেখানে নিসকোর কারখানা ছিল, সেখানেই এই হাব গড়তে চায় আদানি গোষ্ঠী। বর্তমানে এই জমি রাজ্য শিল্পোন্নয়ন দফতরের হাতে রয়েছে।
মনে করা হচ্ছে, হাওড়া স্টেশনের কাছে হওয়ায় এই জায়গা বেছে নিয়েছে আদানি গোষ্ঠী। পাশাপাশি গঙ্গাও রয়েছে কারখানার পাশে। তাই জলপথেও পণ্য পরিবহণ করা যেতে পারে। তাছাড়া ভবিষ্যতে অমৃতসর-ডানকুনি ফ্রেট করিডোর গঠন হলে তারও লাভ মিলবে। এদিকে বেলুড় বাদে তাজপুর, হাওড়া, দেউচা-পাঁচামি, পানাগড়, খড়গপুরেও বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হতে পারে এই সম্মেলনে। এর মধ্যে তাজপুর বন্দর প্রকল্পে আগ্রহ রয়েছে আদানি গোষ্ঠীর। এর আগে গত বছরের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন গৌতম আদানি। গত মাসে নবান্নে মমতার সঙ্গে গৌতমের ছেলে করণও দেখা করেছিলেন। এই আবহে আদানিদের বিনিয়োগের উপর ভর করে রাজ্যে শিল্প আনতে চাইছেন মমতা।