বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dengue Awareness: ডেঙ্গির প্রচার করলে মিলবে পুরস্কার, ঘোষণা করল পঞ্চায়েত দফতর, কী মিলবে?‌

Dengue Awareness: ডেঙ্গির প্রচার করলে মিলবে পুরস্কার, ঘোষণা করল পঞ্চায়েত দফতর, কী মিলবে?‌

ডেঙ্গির প্রচার করলে মিলবে পুরষ্কার, ঘোষণা করল পঞ্চায়েত দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস)

সেরা মণ্ডপ থেকে শ্রেষ্ঠ প্রতিমা, সেরা পরিবেশের জন্য বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হয়। থিম বা মণ্ডপসজ্জার জন্যও পুরষ্কার পায় পুজো কমিটিগুলি। এবার পতঙ্গবাহিত রোগ নির্মূল করতে এলাকায় কী কী পদক্ষেপ তারা করছে সেটা বিচার করেই সংশ্লিষ্ট ক্লাব বা দুর্গাপুজো কমিটিগুলিকে স্বাস্থ্যবান্ধব শারদ সম্মান দেওয়া হবে।

ডেঙ্গি এখন রাজ্যের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বাসিন্দাদের সচেতন করলে মিলবে সরকারি পুরস্কার। আজ, বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। এখন রাজ্যে দুর্গাপুজোর মরশুম। তার মধ্যেই ডেঙ্গির হার বাড়তে শুরু করেছে। মৃত্যু পর্যন্ত হচ্ছে। সেখানে মানুষকে সচেতন করতে মানুষকেই দায়িত্ব নিতে উদ্বুদ্ধ করছে পঞ্চায়েত দফতর বলে মনে করা হচ্ছে। এদিনও শহরে একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে।

ঠিক কী পুরস্কার দেওয়া হবে?‌ এই সচেতনতার কাজ করলে রাজ্যের পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে মিলবে স্বাস্থ্যবান্ধব পুরস্কার। দুর্গাপুজোর মরশুমে মানুষকে সতর্ক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামীণ এলাকার মানুষকে ডেঙ্গি নিয়ে সচেতন করতে পুজো উদ্যোক্তাদের এগিয়ে আসতে বলা হয়েছে। পুজো কমিটিগুলিকে উৎসাহিত করতে স্বাস্থ্যবান্ধব পুজোর পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত দফতর। শহর এবং পঞ্চায়েত এলাকাতে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। সচেতন না হলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। তাই এই উদ্যোগ পঞ্চায়েত দফতরের।

আর কী জানা গিয়েছে?‌ পঞ্চায়েত দফতর সূত্রে খবর, এই ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচার বাড়ানোই পুরস্কারের মূল উদ্দেশ্য৷ ইতিমধ্যেই পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পঞ্চায়েত এলাকায় মশাবাহিত রোগ নিয়ে বৈঠক করেছেন। এমনকী রাজ্যের মুখ্যসচিবও প্রত্যেক জেলাকে সতর্ক করেছেন। এই অবস্থায় পঞ্চায়েত দফতর মনে করছে পুজো কমিটিগুলিরও একটি দায়িত্ব রয়েছে। তাই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি সবদিক পর্যালোচনা করে স্বাস্থ্যবান্ধব পুজোর পুরস্কার দেবে।

কেমন করে মিলবে পুরস্কার?‌ সেরা মণ্ডপ থেকে শ্রেষ্ঠ প্রতিমা, সেরা পরিবেশের জন্য বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হয়। থিম বা মণ্ডপসজ্জার জন্যও পুরস্কার পায় পুজো কমিটিগুলি। এবার পতঙ্গবাহিত রোগ নির্মূল করতে এলাকায় কী কী পদক্ষেপ তারা করছে সেটা বিচার করেই সংশ্লিষ্ট ক্লাব বা দুর্গাপুজো কমিটিগুলিকে স্বাস্থ্যবান্ধব শারদ সম্মান দেওয়া হবে। পঞ্চায়েত দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পঞ্চায়েত এলাকায় মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্নতার অভ্যাস তৈরির মতো সামাজিক দায়িত্ব পালনে উত্তীর্ণ দুর্গাপুজো কমিটিগুলিকে পুরস্কার দেওয়া হবে।

বাংলার মুখ খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.