বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bhabanipur bypoll result 2021: ‘ম্যান অফ দ্য ম্যাচ আমিই’, ৫৮,০০০ ভোটে হেরেও দাবি প্রিয়াঙ্কার, স্বীকার সাংগঠনিক দুর্বলতার

Bhabanipur bypoll result 2021: ‘ম্যান অফ দ্য ম্যাচ আমিই’, ৫৮,০০০ ভোটে হেরেও দাবি প্রিয়াঙ্কার, স্বীকার সাংগঠনিক দুর্বলতার

প্রিয়াঙ্কা টিবরেওয়াল। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

বড়সড় ব্যবধানে হেরেছেন। তা সত্ত্বেও তিনিই ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছেন বলে দাবি করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সেইসঙ্গে বিজেপির সাংগঠনিক দুর্বলতা যে এখনও রয়ে গিয়েছে, তাও স্বীকার করে নিয়েছেন।

ভবানীপুরে মমতার ‘প্রেস্টিজ ফাইটে’ তেমন দাগ কাটতে পারেননি প্রিয়াঙ্কা। প্রচারে ঝড় তুললেও ইভিএমে তার আঁচ পড়েনি। বরং ৫৮,৮৩৫ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছেন। তাতে অবশ্য ভেঙে পড়তে রাজি নন প্রিয়াঙ্কা। বরং তিনি বলেন, 'কাল একজন সাংবাদিকের খবর দেখছিলাম, সেখানে তাঁর একটা কথা খুব ভালো ভালো লাগল। তিনি বলছিলেন, ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ হয়, তখন যে কোনও একটি দল জেতে। তবে সবসময় এটা জরুরি নয়, যে দল জিতছে, সেই দল থেকেই ম্যান অফ দ্য ম্যাচ (ম্যাচের সেরা) হবেন। ম্যাচটা হয়তো আমি হেরে গিয়েছি। কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ আমিই আছি। সেটা আপনারাই বলেছেন।'

তারইমধ্যে ভবানীপুরে হারের পর বিজেপির সাংগঠনিক দুর্বলতাও স্বীকার করে নিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর বক্তব্য, বিজেপিকে সংগঠনের উপর আরও কাজ করতে হবে। ভবানীপুরে বিজেপির সংগঠন মোটেও মজবুত ছিল না। তবে তিনি সর্বস্ব উজাড় করে লড়াই করেছেন। সেইসঙ্গে মমতাকে খোঁচা দিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি ভবানীপুর ছাড়ব না। দিদিকে জয়ের শুভেচ্ছা জানাচ্ছি। তাঁকে প্রণাম জানাই। তবে এটাও বলব যে পরেরবার যদি কাউকে ছাপ্পা ভোট দিতে পাঠান, তাহলে দয়া করে তাঁকে বাঁচাতে নিজের দলের লোককে পাঠাবেন না। তাহলে সেটায় সংগঠনের ক্ষতি নয়। মানুষ দেখতে পারেন।’

বন্ধ করুন