বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রাজনৈতিক প্রশ্রয়েই দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত, ভাটপাড়া শ্যুটআউটে বললেন রাহুল সিনহা

রাজনৈতিক প্রশ্রয়েই দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত, ভাটপাড়া শ্যুটআউটে বললেন রাহুল সিনহা

নিহত ইমারতি ব্যবসায়ী। বিজেপি নেতা রাহুল সিনহা। 

রাহুল সিনহা বলেন, এতে স্পষ্ট যে রাজ্যের পুলিশ প্রশাসনের ওপর খুনির কোনও ভয় নেই। পুরোপুরি স্বাধীন অবস্থায় স্বেচ্ছাচারিতার মতো তারা তাদের কাজ চালাচ্ছে। না আছে কোনও আইন, না আছে কোনও শাসন, না আছে কোনও প্রশাসন।

ভাটপাড়ায় দিনে দুপুরে ইমারিত ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় রাজ্য প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব হন বিজেপি। বিজেপি নেতা রাহুল সিনহা শনিবার দুপুরে বলেন, দুষ্কৃতীরা জানে পুলিশ কিছু বলবে না। তাই তারা বেপরোয়া হয়ে উঠেছে।

এদিন রাহুলবাবু বলেন, ‘সম্প্রতি প্রতিটি খুনের ঘটনায় ঘনবসতিপূর্ণ এলাকায় প্রকাশ্যে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে ও নির্ভয়ে তারা এলাকা ছেড়েছে। আজকে সকাল ১১টার সময় প্রকাশ্য দিবালোকে খুনি এল, খুন করল ও পালিয়েও গেল। এতে স্পষ্ট যে রাজ্যের পুলিশ প্রশাসনের ওপর খুনির কোনও ভয় নেই। পুরোপুরি স্বাধীন অবস্থায় স্বেচ্ছাচারিতার মতো তারা তাদের কাজ চালাচ্ছে। না আছে কোনও আইন, না আছে কোনও শাসন, না আছে কোনও প্রশাসন। এর থেকে স্পষ্ট বোঝা যায় দুষ্কৃতীরা প্রশ্রয় পাচ্ছে, রাজনৈতিক আশ্রয় পাচ্ছে। সেজন্যই তারা বেপরোয়া হয়ে উঠেছে। যাতে রাজ্যের মানুষের নিরাপত্তা বিঘ্নিত। আমরা অবিলম্বে এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

বলে রাখি, শনিবার বেলা ১১টা নাগাদ ভাটপড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ইমারতি ব্যবসায়ী সালানউদ্দিন আনসারিকে লক্ষ্য করে গুলি চালায় ৩ দুষ্কৃতী। গুলি লাগে তার মাথায়। এর পর এলাকা ছাড়ে তারা। আহত ইমারতি ব্যবসায়ীকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। উত্তেজনা নিয়ন্ত্রণে ময়দানে নেমেছে পুলিশ।

 

বন্ধ করুন