বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণা, পর্দা ফাঁস করল সাইবার ক্রাইম পুলিশ

ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণা, পর্দা ফাঁস করল সাইবার ক্রাইম পুলিশ

ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার করা হল ১৬ জনকে।

রবর্তী সময়ে সেই বিদেশি মুদ্রা ভারতীয় মুদ্রায় রূপান্তরিত করে নিজেদের অ্যাকাউন্টে চলে আসত।

বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস হয়ে গেল। ভুয়ো কল সেন্টার খুলে টেক সাপোর্টের নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ। আর সল্টলেকের এই ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার করা হল ১৬ জনকে। গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বিদেশি নাগরিকদের মাইক্রোসফট সফটওয়্যার ব্যবহারকারীদের ডাটা লিস্ট তৈরি করে, তারপর ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে বিদেশি নাগরিকদের ফোন করত অভিযুক্তরা।

পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের বিপি ব্লকে একটি অফিসে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্র চালাচ্ছিল অভিযুক্তরা। বিদেশি নাগরিকদের মাইক্রোসফটের টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে ডিজিটাল টাকা বা ভার্চুয়াল মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করত এরা। গোপন সূত্রে খবর পেয়ে সেই অফিসে হানা দেওয়া হয়। সেখান থেকে রাজীব ঝা, অভিষেক ভারতী–সহ ১৬ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ওই অফিস থেকে ৩৬টি কম্পিউটার, ১টি হার্ড ডিস্ক, ১৬টি মোবাইল ফোন, ৪টি রাউটার, ২টি সুইচ পোর্ট, ৩৩টি ডেবিট কার্ড, ২টি প্যান কার্ড, ৫টি রাবার স্ট্যাম্প, ১টি সোয়াইপ মেশিন, ৮টি চেক বই, ৩টি রেজিষ্টার, ১টি আই ম্যাক, ১২ পেজের কাস্টমার ডেটা লিস্ট এবং নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। বিভিন্ন গিফট কার্ডের মাধ্যমে ডিজিটাল লেনদেন হতো। পরবর্তী সময়ে সেই বিদেশি মুদ্রা ভারতীয় মুদ্রায় রূপান্তরিত করে নিজেদের অ্যাকাউন্টে চলে আসত।

এদিকে পরপর ভুয়ো কল সেন্টার ধরা পড়ায় উদ্বিগ্ন পুলিশ। তারাতলা, ওয়েবেল আইটি পার্ক–সহ নানা এলাকায় এই ভুয়ো কল সেন্টার ধরা পড়ছে। বহু মানুষকে এভাবে প্রতারণা করা হচ্ছে। একটা বড় চক্র কাজ করছে। ইতিমধ্যেই অনেককে গ্রেফতার করা হয়েছে। এই কাজে মেয়েরাও যুক্ত রয়েছে। আজ অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে। এই সংস্থার চারজন কর্ণধার দিবাকর ধারা, অরূপ তালুকদার, সম্রাট ঘোষ এবং সুরস্রী করের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। জোর চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে সম্প্রতি বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সেক্টর ফাইভে দুটি ভুয়ো কল সেন্টারের হদিশ পায়। সেখানে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। নিউটাউন ‘গ্রিন উড এক্সটেনশন’ বিল্ডিংয়ে হানা দেন তদন্তকারীরা। সেখানেও চলছিল প্রতারণা চক্র। সেখান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। পার্ক স্ট্রিটেও ভুয়ো কল সেন্টারের হদিশ মেলে।

বাংলার মুখ খবর

Latest News

বাটলার চাননি, তাই ইংল্যান্ডের কোচ হতে পারেননি! সেই তারকাকেই লায়ন্সের কোচ করল ECB কপালে তিলক কেটে গণপতির আরাধনায় মধুমিতা... ছেলে, নাতি সকলকে নিয়ে পরিবারের সঙ্গে ৭৫ তম জন্মদিন উদযাপন রাকেশ রোশনের! স্বাধীনতার সময় বয়স ছিল ১৫, চিনুন কফি হাউেসের প্রবীন এই মানুষকে… ধর্ষণের সঙ্গে চলে নারকীয় অত্যাচার, মাটিগাড়া কাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা আদালতের ঋষভকে টেক্কা উড়ন্ত জুরেলের! তৃতীয় দিনে নিলেন ৫ ক্যাচ! একটা ক্যাচ না দেখলেই মিস… আউট হয়ে খেপে লাল রিয়ান! প্যাডে মারলেন ব্যাট, ভ্যাবাচাকা খেলেন ধারাভাষ্যকারও শশ রাজযোগে ৫ রাশির প্রেম জীবনে আসবে সুখ সমৃদ্ধি, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল বয়কট ট্রেন্ডে হাঁটল না তিন ক্লাব, দুর্গাপুজোর সরকারি অনুদান নিচ্ছে, জানান কুণাল IAS থেকে পূজা খেদকারকে বরখাস্ত করল কেন্দ্র! জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ আছে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.