বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সরকারি সংস্থার জাল ওয়েবসাইট বানিয়ে জালিয়াতি, গ্রেফতার MCA পাশ যুবক

সরকারি সংস্থার জাল ওয়েবসাইট বানিয়ে জালিয়াতি, গ্রেফতার MCA পাশ যুবক

ছবি প্রতীকি

তদন্তে নেমে প্রথমে হাসানুজ্জামান নামে এক যুবককে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদে উঠে আসে শৌভিকের নাম।

জাল সরকারি ওয়েবসাইট বানিয়ে বালিঘাটের লাইসেন্স দেওয়ার নামে তোলাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শৌভিক চট্টোপাধ্যায়। শুক্রবার তাঁকে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ।

সম্প্রতি একাধিক ঘটনায় উঠে এসেছে জাল ওয়েবসাইট তত্ত্ব। এমনকী শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের বিরুদ্ধে রয়েছে জাল ওয়েসবাইট তৈরির অভিযোগ। তদন্তকারীরা জানিয়েছেন, কুন্তল টাকা নিয়ে প্রার্থীদের নাম SSC-র পোর্টালে দেখিয়ে দিতেন। কয়েক দিন পর পোর্টালে সার্চ করলে সেই নাম আর দেখা যেত না। যাতে তদন্তকারীদের অনুমান এই দুর্নীতিতে যোগ রয়েছে শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকদের। তবে তৃণমূলের দাবি কুন্তল এসব কাণ্ড জাল ওয়েবসাইট খুলেও করে থাকতে পারেন।

এবার তেমনই জাল ওয়েবসাইটকাণ্ডে ধরা পড়লেন কাটোয়ার যুবক। ধৃত শৌভিক চট্টোপাধ্যায় আবার MCA উত্তীর্ণ। গত অক্টোবরে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেঙেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার শমীক পানিগ্রাহী অভিযোগ করেন, সরকারি পোর্টাল নকল করে ওয়েবসাইট বানিয়ে প্রতারণা করা হচ্ছে বালি খাদানের মালিকদের। জাল ওয়েবসাইট থেকে বালি খাদানের জাল লাইসেন্স বিলি হচ্ছে। যার জেরে সরকারের রাজস্ব মার খাচ্ছে।

তদন্তে নেমে প্রথমে হাসানুজ্জামান নামে এক যুবককে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদে উঠে আসে শৌভিকের নাম। নিজের পেশাদারি দক্ষতা ব্যবহার করে ওই যুবক জাল ওয়েবসাইট তৈরি করেছিলেন বলে জানিয়েছেন তদন্তকারীরা। এভাবে তিনি আর কোন কোন দফতরের ওয়েবসাইট বানিয়ে প্রতারণা করেছেন তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

বন্ধ করুন