বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bangladeshi Traders snubbed: ‘আসার দরকার নেই, টাকা ফেরত পেয়ে যাবেন’, বাংলাদেশি ব্যবসায়ীদের বলল বিধাননগর মেলা

Bangladeshi Traders snubbed: ‘আসার দরকার নেই, টাকা ফেরত পেয়ে যাবেন’, বাংলাদেশি ব্যবসায়ীদের বলল বিধাননগর মেলা

প্রতীকী ছবি

বিধাননগর মেলায় বাংলাদেশি ব্যবসায়ীরা মূলত তাঁদের দেশের শাড়ির সম্ভার নিয়ে বসেন। ঢাকাই, জামদানি, বিভিন্ন ধরনের বাংলাদেশি তাঁত এপার বাংলার মহিলাদের বরাবরই ভীষণ প্রিয়। ফলে বিকিকিনি ভালোই হয়। কিন্তু, এবার সেটাও হবে না।

কলকাতা লাগোয়া বিধাননগর। সেখানেই বসতে চলেছে মেলা। যার পোশাকি নাম - বিধাননগর মেলা উৎসব ২০২৪-২৫। সেই মেলায় বেশ কিছু বাংলাদেশি ব্যবসায়ীরও যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু, আপাতত তেমনটা আর হচ্ছে না। উদ্য়োক্তাদের তরফে তাঁদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এপার বাংলার এই মেলায় যোগ দিতে আসার দরকার নেই। তাঁর যে অগ্রিম টাকা দিয়েছিলেন, সেই অর্থ তাঁদের ফেরত দিয়ে দেওয়া হবে।

ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে এখন শুধুই অশান্তির ছায়া। যে ভারতের প্রত্যক্ষ সাহায্যে বাংলাদেশ গঠিত হয়েছিল, এখন সেই ভারতকেই বিদ্বেষ আর ঘৃণায় ভরিয়ে দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীরা। তাতে যোগ্য মদত দিচ্ছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশের মাটিতে উঠছে ভারতবিরোধী স্লোগান, চরম অবমাননা করা হয়েছে ভারতের জাতীয় পতাকারও। এই প্রেক্ষাপটে এপার বাংলার আমজনতার মধ্যেও বাংলাদেশ নিয়ে অসন্তোষ বাড়ছে।

এদিকে, বিধাননগর মেলায় দোকান দেওয়ার জন্য আগেভাগেই স্টল এবং প্যাভিলিয়ন 'বুক' করে রেখেছিলেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কিন্তু, যে সংস্থা এই পুরো বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছে, তাদের তরফে ইতিমধ্যেই বাংলাদেশি ওই ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ওই ব্যবসায়ীদের জানানো হয়েছে, তাঁদের বিধাননগর মেলায় আসার প্রয়োজন নেই। সেইসঙ্গে, ওই ব্যবসায়ীদের জমা করা টাকাও ফেরানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট তদারকি সংস্থাটি।

উল্লেখ্য, সল্টলেক সেন্ট্রাল পার্কে মঙ্গলবারই এই মেলার উদ্বোধন করা হবে। মেলার উদ্যোক্তা বিধাননগর পুরনিগম। মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। এবছর এই মেলায় প্রায় ৫০০টি স্টল থাকবে।

যে সংস্থাকে এই মেলায় স্টল বুকিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের এক আধিকারিককে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া-এ প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে,'মেলায় যদি বাংলাদেশি ব্যবসায়ীরা উপস্থিত থাকেন, তাহলে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আমরা চাই না, মেলা ঘিরে কোনও অশান্তি ছড়াক। আমরা বাংলাদেশি ব্যবসায়ীদের জমা করা অগ্রিম টাকা ইতিমধ্যেই ফেরত দিতে শুরু করেছি। বাকি যাঁরা রয়েছেন, তাঁরাও যাতে নিজেদের টাকা ফেরত নিয়ে নেন, আমরা তাঁদের সেটা বোঝানোর চেষ্টা করছি। এবং তাঁদের বলেছি, মেলায় আসার কোনও প্রয়োজন নেই।'

প্রসঙ্গত, আগামী ২৮ জানুয়ারি থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলাও শুরু হতে চলেছে। সেখানেও বাংলাদেশের কোনও প্রতিনিধিত্ব থাকবে না বলেই জানা গিয়েছে। যা এককথায় নজিরবিহীন।

কারণ, প্রতিবছরই কলকাতা বইমেলায় বাংলাদেশের তরফে বেশ কয়েকটি স্টল দেওয়া হয়। সেসব স্টলে ক্রেতা ও বইপ্রেমীদের ভিড়ও হয় চোখে পড়ার মতো। এবার আর সেই চেনা ছবি দেখা যাবে না।

অন্যদিকে, বিধাননগর মেলায় বাংলাদেশি ব্যবসায়ীরা মূলত তাঁদের দেশের শাড়ির সম্ভার নিয়ে বসেন। ঢাকাই, জামদানি, বিভিন্ন ধরনের বাংলাদেশি তাঁত এপার বাংলার মহিলাদের বরাবরই ভীষণ প্রিয়। ফলে বিকিকিনি ভালোই হয়। কিন্তু, এবার সেটাও হবে না।

বাংলার মুখ খবর

Latest News

ইউনুসের দাবি খণ্ডন জামাতের, বাংলাদেশে গণঅভ্যুত্থান নিয়ে শুরু হবে 'বিতর্ক'? শক্তিশালী পাসপোর্টের তুলনায় কত নম্বরে ভারত? বাংলাদেশ-পাকিস্তান আছে কততে? মোদী যাচ্ছেন US..ঢাকা দিচ্ছে, ভারত-চিন-USর সঙ্গে ‘ভারসাম্যপূর্ণ সম্পর্ক'র বার্তা 'ভাবিনি কোনওদিন রাজনীতিতে আসব!' এবার কী করবেন জানালেন 'পরাজিত' মণীশ সিসোদিয়া ‘ব্যবসার কাজে’ বড়বাজারে এসে গ্রেফতার উত্তরপ্রদেশের ৩ যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র সেলিব্রিটি ফটোগ্রাফার পরিচয় দিয়ে যুবতীদের ধর্ষণ করার অভিযোগ, যাদবপুরে গ্রেফতার অভিনয় ভুলে কলকাতা হাইকোর্টের উকিল! বয়ফ্রেন্ডের কোন ‘অপরাধ’ সামনে আনলেন প্রিয়া? ধারাবাহিকতার ‘নজির’ কংগ্রেসের! টানা ৩ বার ‘শূন্য’ দিল্লিতে, তবে এবার বাড়ল ভোট Ranji Trophy: ১১৩/৭ থেকে ২৭৮/৮! ব্যর্থ সূর্য-শার্দুল, চাপ কাটিয়ে লড়াইয়ে মুম্বই ৪ রাশির জন্য আগামী ৭০দিন হবে সুবর্ণ সময়, দেবগুরুর কৃপায় হবে কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ

IPL 2025 News in Bangla

ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে BCCIর থেকে কোন পুরস্কার পেলেন রোহিতরা? দেখে নিন ছবি ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান! জানালেন আসল কারণ ভক্তকে গ্লাভস উপহার! রঞ্জির আগে ফ্যানদের সঙ্গে পোজ দিয়ে ছবি! এ যেন অন্য বিরাট অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.