চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৯ জন মহিলা সহ ১৭ জনকে গ্রেফতার করলো বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেক্টর ফাইভের ইকো স্টেশন বহুতলে একটি কলসেন্টার চালু করেছিল প্রতারকরা। সেখান থেকে বিভিন্ন চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিত তারা। এরপর সেখান থেকে চাকরিতে আগ্রহী থাকাদের লিস্ট তৈরি করতো। তাদের ফোন করে বিভিন্ন বেসরকারি মাধম্যে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করতো।
এই তথ্য পেয়ে সোমবার সেই ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৯ জন মহিলাসহ ১৭ জনকে গ্রেফতার করেন বিধাননগর সাইবার ক্রাইম থানার আধিকারিকরা। সেখান থেকে ২টি কম্পিউটার, ২টি হার্ড ডিস্ক, ১৯টি কিপ্যাড ফোন, ১৮টি স্মার্ট ফোন সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ এই সংস্থার ডিরেক্টরসহ ৫ জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।
বিধাননগর সেক্টর ফাইভসহ কলকাতা ও লাগোয়া এলাকায় ভুয়ো কল সেন্টার ধরতে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। কিন্তু তাতেও এই প্রতারণা বন্ধ করা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, এই প্রতারণায় সাজার মেয়াদ কম হওয়ায় কয়েক সপ্তাহের মধ্যেই ছাড়া পেয়ে যাচ্ছে অভিযুক্তরা। তার পর ফের তারা জড়াচ্ছে একই কাজে।