শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ভুয়ো কল সেন্টার। এর ফলে অনলাইনে প্রতারণাও বাড়ছে। লক্ষ লক্ষ টাকার প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। সম্প্রতি এই ধরনের অভিযোগ পুলিশের কাছে অনেকটাই বেড়েছে। আর সেই মতোই পদক্ষেপও করছে পুলিশ। অনলাইনে প্রতারণার ঘটনায় প্রায় সাড়ে ৪ কোটি উদ্ধার করেছে পুলিশ এবং সেই টাকা প্রতারিত হওয়া কমপক্ষে ৫২ জনকে ফেরত দেওয়া হয়েছে।
বিধাননগর পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক মাসে অন্যান্য অপরাধের তুলনায় সাইবার অপরাধ অনেক বেশি হয়েছে। তাই এই অপরাধের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত মাসে অভিযান চালিয়ে ১২টিরও বেশি অবৈধ কল সেন্টার বন্ধ করা হয়েছে। এছাড়া ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশপাশি প্রতারণা হওয়া টাকাও উদ্ধার করা হচ্ছে এবং তা প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের কাছে ফেরত দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ধরনের অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম পুলিশ ব্যাঙ্কগুলির ম্যানেজার, নোডাল অফিসার এবং আইনজ্ঞদের সঙ্গে যোগাযোগ টাকা উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এরকমভাবে বাগুইআটির এক ব্যক্তি নিজের খোয়া যাওয়া সমস্ত টাকায় ফিরে পেয়েছেন। তিনি ৩.৮ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছিলেন। এছাড়াও এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যিনি ৩.৪ লক্ষ টাকা সাইবার জালিয়াতির শিকার হয়েছিলেন তিনি সমস্ত টাকায় ফিরে পেয়েছেন। পুলিশের পরামর্শ কেউ সাইবার প্রতারণার শিকার হলে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে থানায় অভিযোগ জানাতে হবে। তবে ওটিপি শেয়ার করলেই বিপদ। সেক্ষেত্রে টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম।