1/4রাজ্য বাজেট পেশ করা হয়েছে বুধবার। আর সেই বাজেটে অন্যান্য অনেক বরাদ্দ প্রস্তাবের পাশাপাশি রাতের হাসপাতালের নিরাপত্তার উপর জোর দেওয়া হল এবার। অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রস্তাব। (ANI) (Utpal Sarkar)
2/4আরজিকরের ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে সরকার। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় যাতে কোনও ঘাটতি না হয় সেটা দেখা হচ্ছে। এবার বাজেট ঘোষণায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, রাতে স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্ত মহিলারা চাকরি করেন, তাঁদের নিরাপত্তার জন্য় তৈরি করা হয়েছে রাত্তিরের সাথী, হেল্পার্স অফ দি নাইট। আর সেই প্রকল্পে রাজ্য সরকারের বাজেট বরাদ্দ সব মিলিয়ে ১৫৭ কোটি টাকা। (ANI Photo) (Utpal Sarkar)
3/4মূলত এক্ষেত্রে রাতের হাসপাতালে সুরক্ষার উপর বিশেষভাবে নজর দেওয়া হবে। এক্ষেত্রে জেলার প্রতিটি স্বাস্থ্যক্ষেত্রে মেয়েদের জন্য় আলাদা করে বিশ্রাম কক্ষ তৈরি করা হবে। ওয়াশরুম তৈরি করা হবে। বাংলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রকে মুড়ে ফেলা হবে সিসি ক্যামেরায়। পর্যাপ্ত আলো থাকবে। পানীয় জল সরবরাহের বিশেষ ব্যবস্থাও থাকবে। সব মিলিয়ে এই প্রকল্প যদি বাস্তবে রূপায়িত করা হয় তবে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সুরক্ষার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। (Photo by Samir Jana/ Hindustan Times) (Utpal Sarkar)
4/4চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, বাংলায় দুটি আরও মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাব তৈরি করা হবে। তিনি জানিয়েছেন, ২০২৫ এর এপ্রিলের মধ্য়ে ১৩৭টি ব্লক পাবলিক হেলথ ইউনিট কার্যকরী হবে। (Photo by Samir Jana/ Hindustan Times) (Utpal Sarkar)