Banglar Saree: পুজোর আগে খুশির হাওয়া বাংলার তাঁতশিল্পে, বিরাট অনুদান সরকারের, নতুন নতুন শাড়ি
Updated: 13 Jul 2024, 02:32 PM ISTহস্তচালিত তাঁত শিল্পীদের জন্য এবার বিরাট খুশির খবর। সরকারি অনুদান তাঁদের জন্য।
মন্ত্রী বলেন, হস্তচালিত তাঁত রক্ষায় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যে পরিকল্পনা নিয়েছেন সেটাই বৈঠকে তাঁতিদের বুঝিয়ে বলা হয়েছে। পুজোর আগে তাঁতিদের কাছ থেকে কাপড় কেনা হবে। সেকারণে শ্রীরামপুর ও ধাত্রীগ্রামে দুটি ক্যাম্প করা হবে।
পরবর্তী ফটো গ্যালারি