অনেকেই বেশ রাত করে বাড়ি ফেরেন অফিস থেকে। তার মধ্য়ে বহু কর্মরতা মহিলাও রয়েছেন যাঁরা রাত করে বাড়ি ফেরেন। কিন্তু এভাবে রাত করে বাড়ি ফেরার জেরে মাঝেমধ্য়েই আতঙ্কের মধ্যে পড়ে যান তাঁরা। গা ছমছম করে। তবে এবার কর্মরতা মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুধু সরকারি ক্ষেত্রে নয়, বেসরকারি ক্ষেত্রে যারা বেশ রাত করে বাড়ি ফেরেন তাঁদের জন্যও সুরক্ষার কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে এনিয়ে টিম তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে এনিয়ে পদক্ষেপ নেওয়ার জন্য় নির্দেশ দেওয়া হয়েছে। একটা জনস্বার্থ মামলায় রায় দেওয়ার সময়তেই এনিয়ে সুরক্ষার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রাতের নিরাপত্তার জন্য রাতের সাথী প্রকল্পের কথা উল্লেখ করেছিল রাজ্য সরকার। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সরকারি এই প্রকল্প ছাড়াও রাতের মহিলাদের নিরাপত্তার প্রয়োজন রয়েছে। ওই টিমের সদস্যরাই খতিয়ে দেখবেন কোথায় কী ধরনের নিরাপত্তার প্রয়োজন রয়েছে। কোথায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এদিকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কী করা দরকার, কোথায় নিরাপত্তা বৃদ্ধি করা প্রয়োজন সেই সংক্রান্ত খসড়া নোটিশ তৈরি করবে ওই টিম। এরপর সেটা পাঠিয়ে দেওয়া হবে দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে।
সম্প্রতি একটি জনস্বার্থ মামলায় বলা হয়েছিল, বহু বেসরকারি তথ্য় প্রযুক্তি সংস্থায় ২৪ ঘণ্টাই কাজ হয়। সেখানকার মহিলা কর্মীদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এনিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপের আবেদনও করেছিলেন তিনি।
এদিকে রাতের নিরাপত্তার জন্য ইতিমধ্য়েই রাত্রি সাথী প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের কথা উল্লেখ করেছিল রাজ্য সরকার। সেই সঙ্গেই বলা হয়েছিল শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় সারারাত পুলিশ মোতায়েন করা থাকে। এর বাইরেও মামলাকারী যদি অতিরিক্ত নিরাপত্তা চান তবে সরকারের কাছে তা লিখিতভাবে জানাতে হবে। সরকার এরপর সেটা বিবেচনা করে দেখবে।
এদিকে কলকাতা শহর ও শহরতলিতে বহু মহিলা রয়েছেন যারা রাত করে কর্মস্থল থেকে বাড়ি ফেরেন। কেবলমাত্র আইটি সেক্টরে কর্মরতরাই নন, বহু ক্ষেত্রে দেখা যায় বহু মহিলা রয়েছেন যাঁরা বেসরকারি নার্সিংহোমে কাজ করেন। তাঁরা ফেরেন রাত করে। সেক্ষেত্রে তাঁদের সুরক্ষার বিষয়টি হয়তো এবার নিশ্চিত করা যাবে।