কলকাতা লাগোয়া চৌবাগা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়ল এক বিহারী দুষ্কৃতী। শনিবার গভীর রাতে আফগান খান নামে ওই যুবককে গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ। তার কাছ থেকে একটি ৭ এমএম সেমি অটোমেটিক দেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে পশ্চিম চৌবাগা এলাকায় একটি বাড়িতে হানা দেন আনন্দপুর থানা পুলিশকর্মীরা। সেখান থেকে আফগান খান নামে বিহারের বাসিন্দা ২০ বছরের এক যুবককে গ্রেফতার করেন তাঁরা। তার কাছ থেকে একটি ৭ এমএম দেশি পিস্তল উদ্ধার হয়। সঙ্গে উদ্ধার হয় একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড কার্তুজ। ধৃত যুবক বিহারের গয়া জেলার মগরা থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাকে জেরা করে কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। সঙ্গে কলকাতায় সে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল কেন তাও জানার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে অনুমান, খুনের বরাত নিয়ে কলকাতায় এসেছিল বিহারের বাসিন্দা ওই যুবক। তার নিশানায় কে ছিল তদন্ত করে তাও জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।
বলে রাখি, সম্প্রতি রাজ্যে একাধিক খুনের ঘটনায় বিহারের দুষ্কৃতীদের যোগ পাওয়া গিয়েছে। যে চৌবাগা এলাকা থেকে শনিবার রাতে আগ্নেয়াস্ত্র সহ বিহারী দুষ্কৃতী গ্রেফতার হয়েছে তার অদূরেই কসবা এলাকা। যেখানকার কাউন্সিলর সুশান্ত ঘোষকে তাক করে গুলি করে খুনের চেষ্টা হয়েছিল। বরাত জোরে সেদিন বন্দুক চলেনি। সেই ঘটনাতেও গুলি চালানোর চেষ্টার অভিযোগ যার বিরুদ্ধে উঠেছিল সেও এক বিহারী দুষ্কৃতী।
মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনে শনিবার আসরার নামে এক শ্যুটারকে বিহারের পূর্ণিয়া থেকে গ্রেফতার করেছে CID।