বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > গোরুপাচারে অভিযুক্তরাও আজকাল চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে: বিকাশরঞ্জন

গোরুপাচারে অভিযুক্তরাও আজকাল চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে: বিকাশরঞ্জন

বিকাশরঞ্জন ভট্টাচার্য। ফাইল ছবি

শুক্রবার সন্ধ্যায় বিকাশবাবু হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, ‘উনি চাকরি দেওয়ার কে? উনি চাকরি দেবেন কী ভাবে? চাকরি দিতে গেলে তো আগে অবৈধভাবে যাদের নিয়োগ হয়েছিল তাদের চাকরি খারিজ করতে হবে।’

অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকরি দেওয়ার কে? টাকা নিয়ে অবৈধভাবে যাদের নিয়োগ হয়েছে তাদের চাকরি খারিজ না হলে মেধাতালিকাভুক্তদের চাকরি ওরা দেবেন কী করে? শুক্রবার বিকেলে চাকরিপ্রার্থীদের সঙ্গে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে প্রশ্ন তুললেন নিয়োগদুর্নীতি মামলার আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।

শুক্রবার সন্ধ্যায় বিকাশবাবু হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, ‘উনি চাকরি দেওয়ার কে? উনি চাকরি দেবেন কী ভাবে? চাকরি দিতে গেলে তো আগে অবৈধভাবে যাদের নিয়োগ হয়েছিল তাদের চাকরি খারিজ করতে হবে।’

বিকাশবাবুর আশঙ্কা, ‘আগের মতো ফের আন্দোলনকারীদের ভাঙানোর চেষ্টা করছে তৃণমূল। কয়েকজনকে চাকরি দিয়ে গোটা আন্দোলনকে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে। কিন্তু এই চেষ্টা ওরা আগেও সফল হননি, এবারও হবেন না।’ তাঁর সংযোজন, ‘গোরু ও কয়লা পাচারে অভিযুক্ত একজন ব্যক্তির মুখের কথা দাম কী?’

তিনি আরও বলেন, ‘এভাবে যদি আদালতকে এড়িয়ে আন্দোলনকারীদের চাকরি দেওয়া হয় তাহলে ফের প্রমাণিত হবে আগেও ঠিক একই রকম দুর্নীতি হয়েছিল। এর আগে ওরা এভাবেই মইদুলকে ভয় দেখিয়ে নিজেদের দলে ভিড়িয়েছে। এবার সইদুল্লাকে ডেকেছে।’

শুক্রবার বিকেলে অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরে ওই বৈঠকের পর আন্দোলনকারী চাকরিপ্রার্থী সইদুল্লা বলেন, আমাদের নিয়োগ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০০ শতাংশ চেষ্টা করবেন বলে জানিয়েছেন। আগামী ৮ অগাস্ট শিক্ষামন্ত্রী সঙ্গে একটা বৈঠক হবে। সেখানে বাকি কথা আলোচনা হবে।

 

বন্ধ করুন