কাণ্ডজ্ঞানহীনের মতো ‘ডিসেম্বরের মধ্যে সরকার পড়ে যাবে’ বলে নাচানাচি করছেন বিজেপি নেতারা। এভাবে আসলে তৃণমূলেরই সুবিধা করতে চাইছেন বিজেপি নেতারা। শুক্রবার সন্ধ্যায় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিপ্রার্থীদের প্রধান আইনজীবী তথা বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, নিয়ম মেনে তদন্ত শেষ করুক সিবিআই ও ইডি।
এদিন বিকাশবাবু বলেন, ‘সরকার যে পড়ে যাবে ওরা আগে থেকে জানল কী করে? যত সব আরাজনৈতিক কথা। একটা নির্বাচিত সরকার এভাবে ফেলা যায় না কি? কারও ন্যূনতম রাজনৈতিক বোধ থাকলে এসব কথা বলে না’।
‘জোড়াতাপ্পি দিয়ে কাজ করছে মেট্রো’, বউবাজারের ফাটল নিয়ে ক্ষোভ ফিরহাদের
তাঁর আশঙ্কা, ‘ওরা তদন্তটাই ঠিক করে করবে কি না তার ঠিক নেই। আদালতের চাপ রয়েছে বলে তাও তদন্তটা এখনো ঠিক পথে এগোচ্ছে। এর আগে সারদা - নারদা তদন্তের অবস্থা ওরা কী করেছেন সবাই দেখেছে। সেখানে তো এর থেকেও কয়েক গুণ টাকা লুঠ হয়েছে’।
বিকাশবাবুর দাবি, ‘তথ্যপ্রমাণ যা সামনে এসেছে তাতে এবার মুখ্যমন্ত্রীকে জেরা উচিত। কিন্তু ওরা তা করবে কি না সন্দেহ রয়েছে। এসব বলে ওরা আসলে তৃণমূলের লোকজনকে একজোট রাখার চেষ্টা করছেন’।