বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রক্ষাকবচের শর্ত মেনে তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার হয়েছেন মানিক: বিকাশ

রক্ষাকবচের শর্ত মেনে তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার হয়েছেন মানিক: বিকাশ

বিকাশরঞ্জন ভট্টাচার্য।

বিকাশবাবু বলেন, ‘মানিকবাবুকে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছিল একথা ঠিক। কিন্তু তার শর্ত ছিল যে ওনাকে তদন্তে সহযোগিতা করতে হবে। ওখানে কোনও খোলা ছাড় দিয়ে রাখেনি আদালত। সেজন্য আমরা আদালতে লড়েছি। উনি সম্ভবত তদন্তে সহযোগিতা করেননি।

প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারিতে সোমবার গভীর রাতে সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। এর পরই উঠেছে প্রশ্ন, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকলেও কী করে মানিকবাবুকে গ্রেফতার করল ইডি? এই নিয়ে গ্রেফতারির পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্যের আইনজীবী। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, রক্ষাকবচের শর্ত মানেননি মানিক। তাই তাঁকে গ্রেফতার করতেই পারে তদন্তকারী সংস্থা।

এদিন হিন্দুস্তান টাইমসকে বিকাশবাবু বলেন, ‘মানিকবাবুকে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছিল একথা ঠিক। কিন্তু তার শর্ত ছিল যে ওনাকে তদন্তে সহযোগিতা করতে হবে। ওখানে কোনও খোলা ছাড় দিয়ে রাখেনি আদালত। সেজন্য আমরা আদালতে লড়েছি। উনি সম্ভবত তদন্তে সহযোগিতা করেননি। তাই ওকে গ্রেফতার করেছে ইডি।’

উপাচার্য পদে সোনালির পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

তিনি আরও বলেন, ‘কোনও দুর্নীতির একসঙ্গে সিবিআই ও ইডি তদন্ত করতেই পারে। এরকম বহু নজির আমরা দেখেছি। সিবিআইয়ের কাজ হল অপরাধ কী ভাবে হয়েছে তা খুঁজে বার করা। আর ইডির কাজ হল সেই অপরাধের পিছনে কোনও টাকার লেনদেন হয়ে থাকলে সেই টাকা কোথা থেকে এসেছে ও কার কাছে গিয়েছে তার তদন্ত করা। এক্ষেত্রে ইডি সঠিকভাবেই তদন্ত করছে।’

নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারিতে ১২ অক্টোবর অর্থাৎ বুধবার পর্যন্ত রক্ষাকবচ রয়েছে মানিকবাবুর।

 

বন্ধ করুন