কাছেই বিশ্ববাংলার গেট। রাজারহাট নিউটাউন এলাকা থেকে এয়ারপোর্ট যাওয়ার মূল রাস্তা। আর শবে-বরাতের রাতে সেই রাস্তাতেই ভয়াবহ বাইক স্টান্ট। সেই সংক্রান্ত ভিডিয়ো পোস্ট করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। রাজ্য় বিজেপির এক্স হ্যান্ডেলের অ্য়াকাউন্ট থেকেও এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তবে এই ভিডিয়োর সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
কেয়া ঘোষ লিখেছেন, সতর্কবার্তা। এই ধরনের স্টান্ট কোনওভাবে করতে যাবেন না। শব-ই- বরাতের রাতে কলকাতা। রাজারহাট নিউ টাউন থেকে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা পুরোপুরি দখল। ইদের মতো এবার একেবারে চরম বিশৃঙ্খলতা মজার নামে।
বিজেপি ওয়েস্ট বেঙ্গল লিখেছে, বিশ্ববাংলা গেটের কাছে কলকাতার প্রাণকেন্দ্রে ভয়াবহ বাইক স্টান্ট। এটা কলকাতার অন্যতম হাই প্রোফাইল এলাকা। বাংলার কিছু বেঁচে থাকা শিল্পের কেন্দ্র। এখানে পুলিশ, প্রশাসন কিছু নেই, খালি তোষামোদের রাজনীতির জেরে এমন ভয়াবহ ঘটনা হতে পারে।
ভিডিয়োতে দেখা গিয়েছে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন। মোবাইলে ভিডিয়ো করছেন। এমন সময় একটি বাইক স্টান্ট শুরু হয়। যে কোনও সময় ভয়াবহ দুর্ঘটনা হতে পারত। গোটাটাই হচ্ছে একেবারে মূল রাস্তার উপর। এখানেই প্রশ্ন সরকার সেফ ড্রাইভ সেভ লাইফের কথা বলে। কিন্তু এই ধরনের স্টান্টের বিরুদ্ধে কি পুলিশ কোনও ব্যবস্থা নিয়েছে?