কলকাতায় ফের গেমিং অ্যাপ প্রতারণার তদন্তে সক্রিয় ইডি। মঙ্গলবার সকাল থেকে কলকাতা লাগোয়া কালিকাপুরের একটি আবাসনে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। জানা গিয়েছে ‘ফাই উই’ নামে একটি চিনা অ্যাপের মাধ্যমে প্রায় কয়েকশো কোটি টাকা প্রতারণা করা হয়েছে। সেই টাকা বৈদেশিক মুদ্রায় পরিবর্তন করে পাঠানো হয়েছে চিনে।
আরও পড়ুন - নার্সিং প্রবেশিকা পরীক্ষায় ছাত্রীদের গোপনাঙ্গ থেকে উদ্ধার হল মোবাইল ফোন
পড়তে থাকুন - বাংলাদেশে হিন্দু কোতল চলছে, ১ কোটি শরণার্থী নেওয়ার জন্য তৈরি থাকুন: শুভেন্দু
মঙ্গলবার সকালে কালিকাপুরের একটি আবাসনের দোতলার একটি ফ্ল্যাটে তল্লাশি শুরু করেন ইডির গোয়েন্দারা। কাশীপুর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ইডির তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। ফাই উই নামে একটি চিনা অ্যাপের মাধ্যমে হাজার হাজার ভারতীয়কে প্রতারণা করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
এর আগে ই নাগেটস নামে একটি অ্যাপ প্রতারণায় গার্ডেনরিচ থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়। এবার চিনা অ্যাপ প্রতারণায় টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। গোয়েন্দারা জানাচ্ছেন, প্রথমে অ্যাপে সহজ গেম খেললেই মোটা টাকা পুরস্কার দেওয়া হয়। কিন্তু সেই টাকা ইউজ়ার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পাঠিয়ে আরও উপার্জনের লোভে খেলতেই থাকে। অনেকে নতুন করে টাকা বিনিয়োগও করেন। এভাবে গ্রাহকদের ওয়ালেটে প্রচুর টাকা জমে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তুলে দেওয়ার সুবিধা বন্ধ করে দেয় অ্যাপ।
আরও পড়ুন - বিধানসভায় বেনজির সৌজন্য, বঙ্গভঙ্গের বিরোধিতায় শুভেন্দুর প্রস্তাব মেনে নিলেন মমতা
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরণের প্রতারণা দিন দিন বাড়ছে। মানুষের কাণ্ডজ্ঞানহীন লোভই এর কারণ। তাদের পরামর্শ যে সমস্ত অ্যাপ প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যায় না। লিংক বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় সেসব অ্যাপের ব্যাপারে সতর্ক থাকা উচিত।