আশঙ্কাই সত্যি হল। বামফ্রন্ট চেয়ারম্যান পদে বহাল রইলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসু। সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। দলের তরফে জানানো হয়েছে, শরিকদের আবেদনে অবশেষে রাজি হয়েছেন বিমানবাবু।
ইতিমধ্যে দলের সমস্ত পদে ইস্তফা দিয়েছেন বিমানবাবু। নতুনদের জায়গা করে দিতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ৮৩ বছরের যুবক। একই সঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান পদ ছাড়ারও ইচ্ছাপ্রকাশ করেন তিনি। কিন্তু তা মানতে রাজি ছিল না বামফ্রন্টের শরিকদলগুলি। মঙ্গলবার এই নিয়ে আলোচনা হয় সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে। তাতে বিমানবাবুকে পরিস্থিতি বুঝিয়ে বলেন অন্য নেতারা। সবার অনুরোধে অবশেষে পদে বহাল থাকার ব্যাপারে মত দেন বিমানবাবু। সূত্রের খবর, বুধবার দলের রাজ্য কমিটির বৈঠক শেষে একথা ঘোষণা করবেন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম।
শরিকদের দাবি, বামফ্রন্ট চেয়ারম্যান হিসাবে বিমানবাবুর বিকল্প নেই। দীর্ঘদিন ধরে সমস্ত শরিককে মানিয়ে নিয়ে চলেছেন তিনি। যাঁর অভিজ্ঞতার জেরেই দশকের পর দশক অটুট রয়েছে বামফ্রন্ট। ফলে তাঁর জায়গায় অন্য কাউকে মেনে নেওয়া অসম্ভব।
সিপিএমের অন্দরেও একটা অংশ বিমানবাবুর পদে থাকার পক্ষে সওয়াল করেছিলেন। ৮৩ বছর বয়সে এখনও যথেষ্ট সক্রিয় বিমান বসু। ফলে শারীকির কারণে তাঁর অবসর ঘোষণার আবেদন গৃহীত হয়নি দলেও।