বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Birbhum Massacare: বগটুই গণহত্যার সঙ্গে সম্পর্ক আছে, ভাদু শেখের খুনে CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

Birbhum Massacare: বগটুই গণহত্যার সঙ্গে সম্পর্ক আছে, ভাদু শেখের খুনে CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

বগটুই গণহত্যার পর ভাদু শেখের খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

গত মাসে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তারপরেই তাণ্ডব শুরু হয় বগটুই গ্রামে। একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জীবন্ত পুড়ে মৃত্যু হয় কমপক্ষে ন'জনের। ইতিমধ্যে গণহত্যার তদন্ত শুরু করেছে সিবিআই। বৃহস্পতিবার মুম্বই থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বগটুই গণহত্যার পর ভাদু শেখের খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ বলেছে, ‘দুটি ঘটনা পারস্পরিক সম্পর্কযুক্ত। মূল অপরাধীকে খুঁজে বের করতে হবে। দুটি ঘটনার একসঙ্গে তদন্ত হওয়া প্রয়োজন।’

হাইকোর্টের নির্দেশের পর মামলাকারী আইনজীবী জানান, প্রথম থেকেই হাইকোর্টে সওয়াল করা হচ্ছিল যে ভাদুর হত্যা এবং বগটুই গণহত্যার মধ্যে যোগ আছে। তাই প্রাথমিকভাবে শুধু বগটুই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় ফের হাইকোর্টে আবেদন দায়ের করা হয়। সেই আর্জি গৃহীত হয়েছে। তিনি বলেন, ‘হাইকোর্ট জানিয়ে দিয়েছে, দুটি ঘটনা সম্পর্কযুক্ত। এই নির্দেশের ফলে বিচারব্যবস্থার উপর আস্থা বজায় থাকল।’

ইতিমধ্যে হাইকোর্টে সিবিআই জানিয়েছিল, বগটুই গণহত্যার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদুর খুনের মামলার তদন্ত করতে প্রস্তুত আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে, মামলাকারী আইনজীবী দাবি করেছিলেন, অনেকে অভিযোগ করছেন যে সিবিআইয়ের সামনে কেউ মুখ খুললে ভাদু হত্যা মামলা ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে রাজ্য পুলিশ।

উল্লেখ্য, গত মাসে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তারপরেই তাণ্ডব শুরু হয় বগটুই গ্রামে। একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জীবন্ত পুড়ে মৃত্যু হয় কমপক্ষে ন'জনের। ইতিমধ্যে গণহত্যার তদন্ত শুরু করেছে সিবিআই। বৃহস্পতিবার মুম্বই থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের মধ্যে রয়েছে বাপ্পা শেখ ও সাবু শেখ। অভিযুক্ত লালন শেখের অন্যতম সহযোগী বলে জানা গিয়েছে।

বন্ধ করুন