ড়কলকাতার লাইফ লাইন হিসাবে পরিচিত মেট্রো রেল। এখন তা হাওড়া জেলার সঙ্গে কলকাতার সংযোগকারী অন্যতম পরিবহণ মাধ্যমও বটে। সেই মেট্রো রেলে কী ভাবে শহরের বুকে ছড়িয়ে পড়ল, কেমন করেই বা সে গঙ্গার নিচ দিয়ে চলাচল করে, এ সব তথ্য এবার জানা যাবে বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালায় (বিআইটিএম)। কলকাতা মেট্রোর ক্রমবিবর্তন নিয়ে দেশের প্রাচীন সরকারি প্রযুক্তি মিউজিয়ামে শুরু হল প্রদর্শনী।
আরও পড়ুন। স্ক্রুটিনির পরে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নরেন্দ্রপুরের আরও ৪ জন, সবমিলিয়ে ১০!
চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে মেট্রো ক্রমশ নিজেকে ক্রমশ বিস্তার করে চলেছে। বর্তমানে ব্লু লাইন ছাড়াও, চালু রয়েছে মেট্রোর গ্রিন, পার্পল ও অরেঞ্জ লাইন। ফলে মানুষের যাতায়াত অনেকটাই সহজ হয়েছে। শুধু শহর নয় শহরতলীতেও কলকাতা মেট্রো ক্রমশ ছড়িয়ে পড়ছে। এই সব থাকবে বিআইটিএমে।
এমনিতে মিউজিয়ানের একটি ট্রান্সপোর্ট গ্যালারি রয়েছে। সেই গ্যালারিতে পরিবহনের বিভিন্ন মাধ্যমের বিবর্তনের ইতিহাস রয়েছে। তাতেই নতুন সংযোজন মেট্রো রেল। বিভিন্ন ছবি ও মডেলর মাধ্যমে কলকাতা মেট্রোর ক্রমবির্বতন তুলে ধরা হবে।
মেট্রো রেলের পক্ষ থেকে সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাতে এই প্রদর্শনী শুরু হওয়া খবরটি জানানো হয়েছে। আগামী ১৮ মে থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনীটি খোলা হবে।
আরও পড়ুন। জলীয় বাষ্পের সাহায্যে ৫ মিনিটে প্রস্টেটের অপারেশন, নজির গড়ল NRS
নদীর নিচে দিয়ে কী ভাবে মেট্রো চলাচল করে এক ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে তা দর্শদের কাছে তুলে ধরা হবে। আরও একটি ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের বিভিন্ন স্তর, ভূপৃষ্ঠের ওপরের স্তর এবং মেট্রো কী ভাবে চলাচল করে তা তুলে ধরা হয়েছে মিউজিয়ামের প্রদর্শনীতে। বিভিন্ন দুষ্প্রাপ্য ও পুরোনো আলোকচিত্রও থাকছে মেট্রো রেলের এই গ্যালারিতে।
বিশ্বের কোন কোন দেশে মেট্রো চলে এবং সেই মেট্রো কবে চালু হয় তা জানা যাবে। এছাড়া বিভিন্ন দুষ্প্রাপ্য ও চিত্তাকর্ষক সামগ্রী দিয়ে সাজান হয়েছে এই গালারিটি। মেট্রোর পুরোনো টিকিট ও স্মার্ট কার্ড দেখা যাবে গ্যালারিতে ।