বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নবম - দশমে ৬১৮ জনের সুপারিশ পত্র প্রত্যাহারের নির্দেশে স্থগিতাদেশ দিল না আদালত

নবম - দশমে ৬১৮ জনের সুপারিশ পত্র প্রত্যাহারের নির্দেশে স্থগিতাদেশ দিল না আদালত

বিচারপতি বিশ্বজিৎ বসু।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার বিচারপতি বসুর এজলাসে হাজির হয় অযোগ্যরা। তাদের দাবি, যে SSC-র আইনের যে ধারায় তাদের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে তা অবৈধ।

বুধবারের পর বৃহস্পতিবার, নবম – দশম নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষকপদে নিযুক্ত অযোগ্যদের কোনও স্বস্তি দিল না কলকাতা হাইকোর্ট। SSC-র সুপারিশ বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিলেন না বিচারপতি বিশ্বজিৎ বসু। ফলে ৬১৮ জনের চাকরি থেকে বরখাস্ত হওয়া এখন সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে ছিল নবম – দশমের অযোগ্য শিক্ষকদের আবেদনের শুনানি। ওই মামলায় বিচারপতি বসুর সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করে ডিভিশন বেঞ্চ। মামলাটি সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়ে দেন বিচারপতিদ্বয়। এর পরই নবম – দশমে অবৈধভাবে নিযুক্ত ৬১৮ জনের সুপারিশপত্র খারিজ করে দেয় কমিশন।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার বিচারপতি বসুর এজলাসে হাজির হয় অযোগ্যরা। তাদের দাবি, যে SSC-র আইনের যে ধারায় তাদের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে তা অবৈধ। সেই আবেদনের শুনানিতে SSC-র সুপারিশ বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে আদালত। আদালত জানায়, এই আবেদনের দ্রুত শুনানি সম্ভব নয়।

দুর্নীতি করে চাকরি পাওয়া অযোগ্যদের প্রতি যে আদালত কোনও রকম অনুকম্পা দেখাবে না তা বুধবারই স্পষ্ট করে দিয়েছিলেন বিচারপতি বসু। তিনি বলেন, দুর্নীতি করে যখন চাকরি পেয়েছেন তখন কিছু বিনিদ্র রাত তো কাটাতেই হবে। এব্যাপারে আদালতের কাছ থেকে সহানুভূতি প্রত্যাশা করবেন না।

নবম – দশম নিয়োগ দুর্নীতিতে ৯৫২ জনের OMR শিটে কারচুপি করা হয়েছে বলে মেনে নিয়েছে SSC. তার মধ্যে ৮০৫ জনকে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছিল বলে স্বীকার করেছে তারা। প্রথম দফায় তাদের মধ্যে ৬১৮ জনের সুপারিশপত্র বাতিল করে তারা।

 

বন্ধ করুন
Live Score