অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মাছ ধরার জালে আটকে গিয়েছিল একটি গোখরো সাপ। আর সেই গোখরো সাপটিকে উদ্ধার করতে গিয়েছিলেন একজন সর্প বিশেষজ্ঞ। তাতেই ভয়াবহ কাণ্ড হয়ে গেল। গোখরো উদ্ধার করতে গিয়ে সাপের ছোবল খেয়ে মৃত্যু হয়েছে এক সর্প বিশেষজ্ঞের। মঙ্গলবার দুপুরে এই ঘটনা হয়েছে হাওড়ার জগৎবল্লভপুরে। মৃত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ আদক। ৪১ বছর বয়সি ওই ব্যক্তির বাড়ি হাওড়ার দেউলপুরে।
কী হয়েছিল ঘটনাটি?
পেশায় পশু চিকিৎসক ছিলেন ইন্দ্রজিৎ। কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি হাওড়ায় বন্যপ্রাণ রক্ষার সঙ্গে যুক্ত ছিলেন। সাপ ধরার কাজও করতেন। মূলত সর্পবিশেষজ্ঞ বলেও পরিচিত ছিলেন তিনি। দেশি বিদেশি নানা পশু প্রেমী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে এদিনের ঘটনা কার্যত স্তব্ধ করে দিয়েছে বহু পশুপ্রেমীকে। তিনি সদ্য সাপ ধরছেন এমনটা নয়। কিন্তু এদিন সবকিছু ওলটপালট হয়ে গেল।
সূত্রের খবর, হাওড়া জেলার দীর্ঘদিনের পরিবেশকর্মী ইন্দ্রজিৎ। মঙ্গলবার সকালে খসমরা বাজারে তিনি একটি বিষধর সাপকে জাল থেকে ছাড়াতে গিয়েছিলেন। জালে জড়িয়ে গিয়েছিল সাপটি। সেই সাপটি দংশন করে তাকে। কিছু বুঝে ওঠার আগেই সাপটি ছোবল দেয় তাঁকে। এরপর সঙ্গে সঙ্গে তাঁর হাসপাতালে যাওয়ার কথা। কিন্তু সেটা হয়নি। বেলা ১১টা নাগাদ এই ঘটনা হয়েছিল। এরপর তিনি প্রায় দেড়ঘণ্টা বাদে হাসপাতালে যান। ক্রমে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। এরপর কয়েকজন তাঁকে গাববেড়িয়া হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়। সেখানে তাঁকে ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল। এরপর তাঁকে উলুবেড়িয়া হাসপাতালে রেফার করা হয়। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় তার। উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। এদিকে সবথেকে উদ্বেগের বিষয় হল তিনি দীর্ঘদিন ধরেই সাপ ধরতেন। সাপ রক্ষা করতেন। সেই সাপের দংশনেই মৃত্যু হল তাঁর। তবে কি আর একটু সতর্ক হলে এই পরিস্থিতি তৈরি হত না?