বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ৪ মে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

৪ মে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

চলতি মাসে বাতিল হয় অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর। 

চলতি সপ্তাহেই পশ্চিমবঙ্গে আসার কথা ছিল তাঁর। কিন্তু একাধিক কারণে বাতিল হয়েছে সেই সফর। আগামী মাসে ফের রাজ্যে অমিত শাহের সফরসূচি ঘোষণা করল রাজ্য বিজেপি। জানানো হয়েছে ৪ মে পশ্চিমবঙ্গে আসছেন তিনি। তেমনটা হলে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর প্রথমবার রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ১৬ এপ্রিল কোচবিহার থেকে পশ্চিমবঙ্গ সফর শুরু করার কথা ছিল শাহের। কিন্তু বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকায় তাঁর সফর বাতিল হয়। ওই দিন রাজ্যে ২ উপনির্বাচনের ভোটগণনাও ছিল। বিজেপির তরফে জানানো হয়, পরে জানানো হবে শাহের সফরসূচি।

৪ মে শাহ রাজ্যে আসবেন বলে বিজেপির তরফে জানানো হলেও এখনো কোনও চূড়ান্ত সফরসূচি প্রকাশিত হয়নি। সফরসূচিতে একাধিক সরকারি অনুষ্ঠান থাকবে বলে জানা গিয়েছে। তবে সূত্রের খবর, রাজ্য বিজেপিতে যে ডামাডোল চলছে তা নিয়ে রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। কথা বলতে পারেন বিদ্রোহীদের সঙ্গেও। এমনকী রাজ্যে বিজেপিতে শৃঙ্খলা ফেরাতে কড়া দাওয়াই দিতে পারেন তিনি।

 

বন্ধ করুন