রাজ্যে ২ উপ-নির্বাচনে ২ মহিলাকে প্রার্থী করল বিজেপি। শুক্রবার দোলের দিন বিকেলে ২ প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা। আসানসোল লোকসভা উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। বালিগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন মহিলা মোর্চার নেত্রী কেয়া ঘোষ।
আগামী ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জ উপ-নির্বাচনের ভোটগ্রহণ। ইতিমধ্যে ওই ২ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল ও বামেরা। এবার প্রার্থী ঘোষণা করল বিজেপিও।
আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এলাকারই মেয়ে। বিধানসভা নির্বাচনে ঝড় তুললেও পুরভোটে তেমন সুবিধা করতে পারেননি তিনি। তাঁকেই আসানসোলে প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বাম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়।
ওদিকে বালিগঞ্জে মহিলা মোর্চার নেত্রী তথা প্রাক্তন টেলিভিশন সঞ্চালক কেয়া ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বাবুল সুপ্রিয়কে। বামেরা প্রার্থী করেছে সায়রা শাহ হালিমকে।
গত বছর অক্টোবরে মন্ত্রিত্ব হারিয়ে বিজেপি ছাড়েন বাবুল সুপ্রিয়। এর পর আসানসোলের সাংসদপদে ইস্তফা দেন তিনি। ফলে এই কেন্দ্রে নির্বাচন অনিবার্য হয়ে পড়ে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে।