বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > চিনের বিরুদ্ধে কড়া অবস্থানে মমতার প্রশংসা পঞ্চমুখ এখন বিজেপিও

চিনের বিরুদ্ধে কড়া অবস্থানে মমতার প্রশংসা পঞ্চমুখ এখন বিজেপিও

চিনকে আমাদের যথোপযুক্ত জবাব দিতে হবে, দাবি মমতার।

তৃণমূলের বিরুদ্ধে রাশিকৃত অভিযোগ জানালেও এই একটি বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুখ্যাতি করেছেন সীতারামন।

লাদাখ সংঘাতের জেরে চিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছে বিরোধী বিজেপিও। 

গত ১৯ জুন লাদাখে সীমান্ত সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সর্বদলীয় বৈঠকে তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে তাঁর দল। তাঁর অবস্থান যে কেন্দ্রীয় সরকার সুনজরে দেখছে তা বোঝা গিয়েছে গত ২৮ জুন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অনলাইন ভাষণে। বাংলার রাজনীতিতে তৃণমূলের বিরুদ্ধে রাশিকৃত অভিযোগ জানালেও এই একটি বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুখ্যাতি করেছেন সীতারামন।

সীতারামন বলেন, ‘গত এক বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রের সমস্ত উন্নয়নমূলক পরিকল্পনার সমালোচনা করলেও তাঁর বিষয়ে একটি প্রশংসাসূচক কথা না বললেই নয়। প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে অন্তত আমাদের দিদি দেশের জন্য মুখ খুলেছেন এবং কেন্দ্রকে সমর্থন জানিয়েছেন।’

মঙ্গলবার চিন-বিরোধী অবস্থানে আরও একধাপ এগিয়ে মমতা মন্তব্য করেছেন, ‘শুধু অ্যাপ নিষিদ্ধ করলেই হবে না, চিনকে আমাদের যথোপযুক্ত জবাব দিতে হবে। কী ভাবে তা করব, তা ভাবতে হবে।’

উল্লেখ্য, গত ১৫ জুন রাতে গালওয়ান উপত্যকায় শহিদ ২০ ভারতীয় সেনাকর্মীকে শ্রদ্ধা জানাতে ‘হিন্দুস্তান মেরি জান’ গেয়েছেন মমতা-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাংলার বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ওই গানের ভিডিয়োতে গালওয়ানে শহিদ জওয়ান ও কর্নেলের নাম, ছবি এবং সেনা কুচকাওয়াজের ক্লিপিংস অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজীব জানিয়েছেন, আপামর ভারতবাসীর কাছে পৌঁছানোর উদ্দেশেই তিনি হিন্দি গান গেয়ে শহিদদের সম্মান প্রদর্শন করেছেন।

গালওয়ান শহিদদের মধ্যে রয়েছেন বাংলার দুই বীর সৈনিক আলিপুরদুয়ারের রাজেশ ওরাঁও ও বীরভূমের বিপুল রায়। তাঁদের পরিবারপিছু ৫ লাখ টাকা অর্থসাহায্য এবং পরিবারের এক সদস্যের জন্য সরকারি চাকরি ঘোষণা করেছে মমতা সরকার। 

কেন্দ্রকে অনুসরণ করে এখন মুখ্যমন্ত্রীর দেশপ্রেমের প্রশংসা করতে শোনা যাচ্ছে বাংলা বিজেপির নেতাদেরও। 

দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, ‘চিনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে আমরা স্বাগত জানাচ্ছি। সর্ববদলীয় গণতন্ত্রে অভ্যন্তরীণ মতানৈক্য থাকলেও জাতীয় নিরাপত্তার স্বার্থে সব দলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। দুঃখের বিষয় কংগ্রেস ও বামেরা ভিন্ন পথে হাঁটছেন। যদিও লাদাখ নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিজেপি-বিরোধী টুইট করেছেন, আমরা তৃণমূল প্রধানের দৃঢ় অবস্থানকে স্বাগত জানাচ্ছি।’ 

রাজনৈতিক পর্যবেক্ষকরাও মনে করছেন, এই বিষয়ে কংগ্রেসের অনুগামী না হয়ে মমতা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল কুমার মুখোপাধ্যায় বলেন, ‘এটা জাতীয় সংকট। কংগ্রেস-সহ সব রাজনৈতিক দলকে এই সময় কেন্দ্রের পাশে দাঁড়াতে হবে। যখন মমতা বলেন এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্পূর্ণ সমর্থন করছেন, তখন তিনি সঠিক কথাই বলেন। বিজেপিও তাঁর আচরণের প্রশংসা করছে। জাতীয় স্বার্থে সমস্ত দলের পারস্পরিক বৈপরীত্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার এই পদক্ষেপ প্রশংসনীয়।’ 

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার জেরে পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার পালটা হানায় ক্ষয়ক্ষতি নিয়ে সন্দেহ প্রকাশে কংগ্রেসের সঙ্গ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, পুলওয়ামায় বাংলার দুই জওয়ান নিহত হয়েছিলেন। 

২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারেও পুলওয়ামা ও বালাকোট প্রসঙ্গ তুলে কলকাতার জনসভায় মোদীর বিরুদ্ধে সরব হয়েছিলেন নেত্রী। যার জেরে প্রধানমন্ত্রী পালটা খোঁচা দিয়ে বলেছিলেন, ‘আমরা ওখানে মারছি আর এখানে তা কারও কারও গায়ে লাগছে। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির মানুষের চেয়েও বেশি লাগছে কলকাতার দিদির।’

বাংলার মুখ খবর

Latest News

'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ? আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.