বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: অভিষেককে আটকে নবজোয়ার কর্মসূচি বন্ধ করতে পারবে না BJP, দরকারে নিজে যাব: মমতা

Mamata Banerjee: অভিষেককে আটকে নবজোয়ার কর্মসূচি বন্ধ করতে পারবে না BJP, দরকারে নিজে যাব: মমতা

ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়ার পত্রসায়রে শুক্রবার অর্থাৎ আজ সভা ছিল অভিষেকের। তবে বন্ধ হয়নি নবজোয়ার যাত্রার কর্মসূচি। সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিবিআইয়ের তলব পেয়ে নবজোয়ার যাত্রা ছেড়ে রাতেই কলকাতা ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার পত্রসায়রে শুক্রবার অর্থাৎ আজ সভা ছিল তাঁর। তবে বন্ধ হয়নি নবজোয়ার যাত্রার কর্মসূচি। সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, অভিষেককে আটকে রেখে নবজোয়ার কর্মসূচি বন্ধ করতে চাইছে বিজেপি। কিন্তু তা সম্ভব হবে না। এই কর্মসূচি চালু রাখতে প্রয়োজনে তিনি নিজে যাবেন জেলায় জেলায়।

এ দিন মমতা বলেন, ‘ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায়। নবজোয়ার কর্মসূচিতে অভিষেক ২৫ দিন ধরে রাস্তা রয়েছে। কী করে এই কর্মসূচি বন্ধ করা যায় তা চেষ্টা করেছ বিজেপি। শুধু কর্ণাটক নয়, দেখবেন বাকি সব জায়গায় হারবে। শুধু উত্তরপ্রদেশ ও গুজরাত নিয়ে থাকবে। কিন্তু অভিষেককে আটকে নবজোয়ার কর্মসূচি বন্ধ করা যাবে না। অভিষেককে যদি ওরা আটকে রাখে তবে জেলায় জেলায় আমি যাব।’

সিবিআইয়ের নোটিশ প্রসঙ্গে মমতা বলেন,'রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে এজেন্সির ভয় দেখানো হচ্ছে।'  একই সঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবারও বার্তা দেন ভার্চুয়াল সভা থেকে। মমতা বলেন,'বিজেপির কাছে মাথা নত করব না। বিজেপিকে দেশ ছাড়া না করা পর্যন্ত লড়াই চলবে।'

নবজোয়ার কর্মসূচিতে অভিষেকের ভূমিকার প্রশংসা করে বলেন,' অভিষেকের সঙ্গে আজ আমার তিনবার কথা হয়েছে। আমি ওকে বললাম সময় নিয়ে নে। বাঁকুড়া, পুরুলিয়া করে চলে আসবি। একটা ছেলে ২৫ দিন ধরে বাইরে। ঠিক করে খাওয়া, ঘুম হয়নি।' তিনি আরও বলেন এই নবজোয়ার যাত্রা ‘নবপ্লাবনে’ পরিণত হবে।

কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করছে সিবিআই। শনিবার সকাল ১১টায় অভিষেককে নিজাম প্যালেসে যেতে বলা হয়েছে নোটিশ দিয়ে। তাই আজ রাতেই নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় আসছেন অভিষেক। তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, ২২ মে ফের সোনামুখী থেকে নবজোয়ার যাত্রা শুরু করবেন তিনি। কলকাতা ফেরার আগে বাঁকুড়া থেকে অভিষেক বলেন, ‘আমাকে আটকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নামিয়ে দিলেন তো৷ দেখুন এবার।’

বন্ধ করুন