বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিজেপির ৫০টি আসন পাওয়া কঠিন, ২০২৬ বিধানসভা নির্বাচন নিয়ে মত কেন্দ্রীয় নেতৃত্বের‌

বিজেপির ৫০টি আসন পাওয়া কঠিন, ২০২৬ বিধানসভা নির্বাচন নিয়ে মত কেন্দ্রীয় নেতৃত্বের‌

বিজেপি। ( Neeraj Bhange)

বাংলায় মানুষের সঙ্গে বিজেপি নেতাদের জনসংযোগে বিরাট ঘাটতি রয়েছে মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্ব। সাংসদ–বিধায়করা নিজেদের এলাকায় সময় দেন না বলে রিপোর্ট পেয়েছেন। দলীয় নেতৃত্বের প্রকাশ্য অন্তর্দ্বন্দ্ব। তৃণমূল মতো দলকে হারাতে যে সাংগঠনিক কুশলতা, দক্ষতা, পরিকল্পনা প্রয়োজন ছিল তা করতে পারেনি বিজেপির নেতারা।

সালটা ছিল ২০২১। বাংলার রাজনীতিতে পদ্মফুলের সমাহার দেখেছিলেন সকলে। এই বাংলায় তখন বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন জিতে প্রধান বিরোধী দল হয় বিজেপি। আর তার আগে ২০১৯ সালে আগমনী সুর শুনিয়েছিল গেরুয়া শিবির। ১৮টি আসন জিতেছিল লোকসভা নির্বাচনে। কিন্তু ২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেস। তারপর থেকে আর একটিও নির্বাচনে সাফল্য পায়নি বঙ্গ–বিজেপি। বরং যত দিন এগিয়েছে ততই ভরাডুবি হয়েছে। সদ্য ৬টি উপনির্বাচনে গোহারা হেরেছে বিজেপি। তাই আর ১৫ মাস পর ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপিকে বাংলায় কুপি নিয়ে খুঁজতে হবে বলে মনে করছেন অনেকে। তাই আগামী বিধানসভায় বাংলার কুর্সি দখল তো দূরে থাক ৫০টি আসন জিততে পারবে কি না তা নিয়ে সন্দিহান কেন্দ্রীয় নেতৃত্ব।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ১২ আসন জিতেছে। যেখানে তৃণমূল কংগ্রেস ২৯টি আসন জিতে নেয়। সেখানে বিজেপির ৬টি আসন কমে গিয়েছিল। এই আবহে একটা বিষয় স্পষ্ট হয়েছে, বিজেপির সাংগঠনিক দুর্বলতা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। আর সেই রিপোর্ট হাতে পেয়েছেন কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশের অস্থির পরিস্থিতি এবং আরজি কর হাসপাতালের ঘটনাকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে চেয়েছিল উপনির্বাচনে। কিন্তু সেসব তো কাজে লাগলই না উলটে জেতা আসন মাদারিহাট হেরে বসে রইল বিজেপি। সুতরাং উত্তরবঙ্গের মাটি যে আলগা হচ্ছে সেটা একপ্রকার নিশ্চিত।

আরও পড়ুন:‌ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, ১২ ঘণ্টা যান চলাচল করবে না, বিকল্প পথ কোনটি?

কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেন, রাজ্য বিজেপি নেতৃত্বের এখন ছন্নছাড়া অবস্থা। যার প্রভাব বুথকর্মীদের উপর পড়েছে। ফলে তাঁরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছেন। এই বিষয়ে বিজেপির এক কেন্দ্রীয় নেতা বলছেন, ‘দলের সম্পদ বুথস্তরের কর্মীরা। তাঁদের বিশ্বাস নড়বড়ে হয়ে গিয়েছে। তাই তাঁরা দায়িত্ব পালন করেননি। বাংলায় এখনও সব বুথে বুথ কমিটি গড়ে ওঠেনি। সাংগঠনিক দুর্বলতাই ব্যর্থতার কারণ।’ এই পরিস্থিতিই এখন বিজেপির কাছে যথেষ্ট আশঙ্কার। এখানে সুনীল বনসল, মঙ্গল পান্ডে, আশা লাকড়া প্রত্যেকেই যে রিপোর্ট পেয়েছেন তাতে বঙ্গ–বিজেপির অবস্থা ভাল নয়। আর বঙ্গ–বিজেপি যে রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠিয়েছেন সেটার সঙ্গে বাস্তবের মিল নেই বলে সূত্রের খবর।

বাংলায় মানুষের সঙ্গে বিজেপি নেতাদের জনসংযোগে বিরাট ঘাটতি রয়েছে বলে মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্ব। সাংসদ–বিধায়করা পর্যন্ত নিজেদের এলাকায় সময় দেন না বলে রিপোর্ট পেয়েছেন। তার সঙ্গে রয়েছে দলীয় নেতৃত্বের প্রকাশ্য অন্তর্দ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেসের মতো দলকে হারাতে যে সাংগঠনিক কুশলতা, দক্ষতা, পরিকল্পনা প্রয়োজন ছিল তা করতে পারেনি বঙ্গ–বিজেপির নেতারা। এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় নেতার বক্তব্য, ‘রাজ্যের একাধিক সাংসদ অভিযোগ করেছেন তাঁরা রাজ্য নেতৃত্বের সঙ্গে বসে কৌশল ঠিক করতে চাইলেও তাঁদের সময় দেওয়া হয় না। তাই দূরত্ব ক্ষতি করছে।’ এইরকম দলের অবস্থা নিয়ে যদি ২০২৬ সালের বিধানসভায় ঝাঁপায় বিজেপি তাহলে ৫০টি আসনও জুটবে না বলে মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এখন নেমে দাঁড়িয়েছে ৬৬।

বাংলার মুখ খবর

Latest News

শনিদেবের সাড়ে সাতি বিষয়টি কী? ২০২৫ সালে এর হিসাব কেমন? কাদের সুবিধা-অসুবিধা হবে শীতে রাঙা আলু তো খাচ্ছেন, এই আলু শরীরে কেমন প্রভাব ফেলে সেটি জেনে নিয়ে খান জোর করে দিলজিৎকে কফি হাউজের 'জঘন্য কফি গেলানো' হয়েছে? মশকরা নেটপাড়ায় Pollution Causes: মুখের সৌন্দর্য কেড়ে নিচ্ছে দূষণ? অবশ্যই এই টিপস ফলো করুন রিপোর্ট পেশে দেরি, আইনজীবীর অপেশাদারিত্বে পিছিয়ে গেল পার্থর জামিনের শুনানি সেরা অভিনেতা দিলজিৎ, এবারের ফিল্মফেয়ার OTT-তে জয়জয়কার হীরামান্ডি-চমকিলার নাচন – কোঁদন, বিরিয়ানি খাওয়া, একটু নেশা - ভান… রাত দখলের আন্দোলনকে আক্রমণ লাভলির শুক্রদেব এবার আসছেন মকর রাশির ঘরে, বিরাট সুবিধা পাবেন এই রাশির জাতকরা কৌন বনেগা ক্রোড়পতির দেখেন রেখা! 'মনে আছে…’ অমিতাভ কে নিয়ে কেন এমন বললেন তিনি? ত্রিপুরার কাছেও ১৩৫ কোটি টাকা দেনা বাংলাদেশের! বিদ্যুতের বকেয়া মেটানোর হুঁশিয়ারি

IPL 2025 News in Bangla

যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের ১৩ কোটি পার্স নিয়েও ৯ কোটি পর্যন্ত বিড! CSKতে মুগ্ধ দীপক চাহার! মাহিকেও ধন্যবাদ… দেশের হয়ে মাঠে নামার পরের দিনই T10 লিগে গজনফর, খেলছেন একই সঙ্গে ২টি টুর্নামেন্ট সচিন-রোহিত-কোহলি নন, বৈভবের আদর্শ এক বিদেশি তারকা,যিনি অবসর নেন তাঁর জন্মের আগেই মুম্বইতে থেকেছেন রোহিত! চেন্নাইতে ফিরছেন অশ্বিন! কোন দলে কত ভূমিপুত্র? KKR-এ কত? ভারতীয় ব্যাটাররাই রাজস্থানের ভরসা! বোলিংয়ে অতিরিক্ত বিদেশি নির্ভরতা! কেমন RR দল? ওয়ার্নার-মার্শের পরিবর্তে রাহুল-ব্রুক! দলে স্টার্ক-মুকেশ…কেমন হল দিল্লি দল? ২৬.৭৫ কোটির শ্রেয়স আইয়ার! ৫ অস্ট্রেলিয়ান! একঝলকে পঞ্জাব কিংসের শক্তি ও দুর্বলতা… হেড,অভিষেক,ইশান, ক্লাসেন! শক্তি প্রবল সানরাইজার্সের! স্লগ ওভার বোলিং নিয়ে চিন্তা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.