বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কেন্দ্র–রাজ্য বিজেপি নেতাদের মধ্যে ফাটল স্পষ্ট, নয়াদিল্লি চাপিয়ে দিচ্ছে কর্মসূচি

কেন্দ্র–রাজ্য বিজেপি নেতাদের মধ্যে ফাটল স্পষ্ট, নয়াদিল্লি চাপিয়ে দিচ্ছে কর্মসূচি

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা নয়াদিল্লিতে সোমবার এবং মঙ্গলবার যাত্রার কর্মসূচি বিষয় চূড়ান্ত করতে বৈঠক করেছেন। ছবি সৌজন্য–বিজেপি।

কিন্তু অনেকেই মনে করছেন এখনও বাংলার পালস বুঝতে পারেননি কেন্দ্রীয় নেতারা। তাই এমন ধরনের কর্মসূচি চাপিয়ে যাচ্ছেন।

একুশের নির্বাচনে ধাক্কা খাওয়ার প্রধান কারণ অতিরিক্ত কেন্দ্রীয় নির্ভরতা। সেটা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে। কিন্তু তবুও জেদ বজায় রাখা হচ্ছে। কেন্দ্রীয় শাসন শেষ হয়েও হচ্ছে না শেষ! আর তাতে বঙ্গ– বিজেপির বহু নেতারাই এখন অতিষ্ট। নয়াদিল্লির কেন্দ্রীয় নেতারা বঙ্গ–বিজেপি নেতাদের উপর কর্মসূচি চাপিয়ে দিচ্ছেন। তা বাধ্য হয়ে মানতে হচ্ছে। কিন্তু অনেকেই মনে করছেন এখনও বাংলার পালস বুঝতে পারেননি কেন্দ্রীয় নেতারা। তাই এমন ধরনের কর্মসূচি চাপিয়ে যাচ্ছেন।

একুশের নির্বাচনে ভরাডুবির জন্য বঙ্গ–বিজেপি নেতারা দলের কেন্দ্রীয় শাসনকে কাঠগড়ায় তুলেছিলেন। দিল্লির খবরদারি থেকে মুক্ত হওয়ার বার্তাও দিয়েছিলেন ঘনিষ্ঠমহলে। কিন্তু তাতে যে কোনও লাভ হয়নি সেটা আবার বোঝা গেল। ঠিক কী ঘটেছে?‌ নয়াদিল্লি সিদ্ধান্ত নিয়েছে, বাংলা থেকে নতুন চার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে সামনে রেখে আগামী ১৬ অগস্ট থেকে পদযাত্রা বের করা হবে রাজ্যজুড়ে। আর তা চলবে ১৯ অগস্ট পর্যন্ত। নাম দেওয়া হয়েছে আশীর্বাদ যাত্রা। এই কর্মসূচির পরিকল্পনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা। সূত্রের খবর, আর তাতেই প্রচণ্ড খোচেছে রাজ্য বিজেপি নেতারা।

নামপ্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন, ‘‌গো–বলয়ের এই যাত্রা–সংস্কৃতি বাংলায় কোনও প্রভাব ফেলে না। সদ্য নির্বাচনের ফলাফলেই তা স্পষ্ট। অসন্তোষ থেকেই নয়াদিল্লির এই কর্মসূচির নাম পাল্টে রাখা হচ্ছে শহিদ সম্মান যাত্রা।’‌ আর এই কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে যদি অশান্তি পাকে তাহলে খেসারত দিতে হবে পার্টির নিচুতলার কর্মীদেরই।

ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা নয়াদিল্লিতে সোমবার এবং মঙ্গলবার যাত্রার কর্মসূচি বিষয় চূড়ান্ত করতে বৈঠক করেছেন। সেখানে ছিলেন এই রাজ্যের দলীয় সাংসদ এবং কয়েকজন পদাধিকারী। সেটা রাজ্য নেতাদের কানে ওঠা মাত্রই তেলেবেগুনে জ্বলে উঠেছেন তাঁরা। বিরক্তির সঙ্গে তাঁরা ঘনিষ্ঠমহলে বলেছেন, করোনা আবহে তাঁরা রাস্তায় আশীর্বাদ চাইতে নামলে মানুষ রাস্তার দু’‌পাশে ভিড় করে ফুল হাতে দাঁড়িয়ে থাকবে না। গোটা কর্মসূচি চূড়ান্ত ফ্লপ হবে এবং নিচুতলার কর্মীদের মনোবল আরও ধাক্কা খাবে।

আবার চার কেন্দ্রীয় মন্ত্রীর এই যাত্রার মূল উদ্দেশ্য হবে ভোট পরবর্তী হিংসায় নিহত দলীয় কর্মীদের বাড়ি যাওয়া। এই নিয়ে রাজ্য বিজেপির নেতারা প্রকাশ্যে কেউ তাঁদের উষ্মার কথা বলতে চাইছেন না। তবে ৬ নম্বর মুরলীধর সেন লেনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন—নয়াদিল্লির চাপিয়ে দেওয়া কর্মসূচি থেকে কবে নিষ্কৃতি মিলবে?

বাংলার মুখ খবর

Latest News

দ্বিতীয় দফার প্রচার শেষ, কংগ্রেস–বিজেপি কার গ্যারান্টিতে আস্থা রাখবে মানুষ?‌ রাম হয়ে উঠতে কঠিন কসরত করছেন রণবীর, চেহারায় কোন কোন বদল আনলেন? শেষ ২ ওভারে DC হাফসেঞ্চুরি করল,পন্ত-স্টাবস ঝড়ে স্কোর পৌঁছে গেল ২২৪-এ, হল রেকর্ড বিড়ি বাঁধছে কন্যাশ্রীরা, লক্ষ্য স্বপ্নপূরণ, ভোটমুখী মুর্শিদাবাদে এ কোন ছবি! ‘‌তারকাটা মহিলা’‌, অগ্নিমিত্রা পালের আক্রমণের পাল্টা জবাব দিলেন দেবাংশু সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে, রিপোর্ট দিয়ে আদালতে জানাল ED আর্মিতে যোগ দিতে চায় এদিকে ভুঁড়ি! খুদেকে বুদ্ধি দিয়ে সৌরভ বললেন, ‘সবার আগে…’ চায়না মোবাইলকে টেক্কা দিয়ে বিশ্বের বৃহত্তম মোবাইল অপরেটর রিলায়েন্স জিও 'বাল্য বিবাহ' করেছেন জয়িতা-পার্থিব! দিদির মঞ্চে রামপ্রসাদের বৌদি বললেন, ‘কেউ…’ রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান

Latest IPL News

রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.