বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > BJP Survey: বঙ্গ–বিজেপির প্রার্থী বাছাইয়ের ভার বেসরকারি সংস্থার উপর, কেন এমন সিদ্ধান্ত?

BJP Survey: বঙ্গ–বিজেপির প্রার্থী বাছাইয়ের ভার বেসরকারি সংস্থার উপর, কেন এমন সিদ্ধান্ত?

নরেন্দ্র মোদী, জেপি নড্ডা, অমিত শাহ (ছবি - লাইভহিন্দুস্তান)

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। পরে দু’‌জন সাংসদ তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাদের টার্গেট ২৪। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁরা বাংলায় কমবেশি ২৫টি আসনে জিতবেন। ইতিপূর্বেও এই কাজ করা হয়েছে।

একুশের বিধানসভা নির্বাচনে স্লোগান ছিল—‘আব কি বার, ২০০ পার’। এমনই ঘটবে বলে রিপোর্ট দিয়েছিল বঙ্গ–বিজেপির সংগঠন। তাই তার উপর ভিত্তি করে একুশের নির্বাচনে এই স্লোগান কার্যকর করতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছিল গেরুয়া শিবির। স্বপ্ন ছিল বাংলা দখল। কিন্তু বাস্তবে ধরাশায়ী হয়ে পড়েছিল তারা। ফলাফলের নিরিখে তিন অঙ্কের ঘরেও পৌঁছতে পারেনি বিজেপি। যা চ্যালেঞ্জ করেছিলেন স্বয়ং ভোটকুশলী প্রশান্ত কিশোর। তারপর নির্বাচনী ফলাফল কাঁটাছেড়া করতে গিয়ে দলীয় সংগঠনের সেই মনগড়া রিপোর্টকেই কাঠগড়ায় তুলেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। তাই আগামী লোকসভা নির্বাচনের আগে মেপে পা ফেলতে চাইছে তারা বলে সূত্রের খবর।

কেমন বিকল্প পথ নিচ্ছে বিজেপি?‌ কিছুদিন আগে ঠিক হয়েছিল বাংলার সাংসদদের আসন অদলবদল করে ফায়দা তোলা হবে। কিন্তু তাতে তাঁরা বেঁকে বসেন। তাই আর অভ্যন্তরীণ সাংগঠনিক রিপোর্টে ভরসা করতে চাইছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বরং বাংলায় টিকিট বণ্টনের ক্ষেত্রে বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়ে সেটার উপরই বেশি ভরসা রাখতে চাইছে বিজেপির কেন্দ্রীয় পার্টি। লোকসভা নির্বাচনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো ‘‌পিকে মডেল’‌ই নিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলে সূত্রের খবর।

কেন এমনটা করা হচ্ছে?‌ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। পরে দু’‌জন সাংসদ তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাদের টার্গেট ২৪। আগ বাড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁরা বাংলায় কমবেশি ২৫টি আসনে জিতবেন। কিন্তু বঙ্গ–বিজেপির রিপোর্টের উপর আর আস্থা রাখতে পারছেন না কেন্দ্রীয় নেতারা। তাই বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়ে প্রকৃত চিত্র পেতে চাইছেন অমিত শাহ, জেপি নড্ডারা। তারপরই হাত দেওয়া হবে প্রার্থী বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে। বাংলার ৪২টি লোকসভা আসনেই সমীক্ষার কাজ চালানো হবে। ইতিমধ্যেই আসন চিহ্নিত করে এই কাজে জোর দিতে বলা হয়েছে সমীক্ষক সংস্থাগুলিকে। বাংলার একাধিক জায়গায় এই সমীক্ষার কাজ শুরু হয়েছে বলে সূত্রের খবর।

ঠিক কী বলছেন বিজেপি সাংসদ?‌ বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করানোর বিষয়টি দলে নতুন নয়। ইতিপূর্বেও এই কাজ করা হয়েছে। এই বিষয়ে রাজ্য বিজেপির সহ–সভাপতি তথা সাংসদ জগন্নাথ সরকার বলেন, ‘লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য থার্ড পার্টি সমীক্ষা করানো হচ্ছে বলে আমাদের উদ্বেগের কোনও কারণ নেই। বরং নিজের নিজের কেন্দ্রে সাংসদরা কতটা জনপ্রিয়, তার প্রকৃত ছবি সামনে আসবে। আগেও বিজেপিতে এভাবে বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করানো হয়েছে। যাবতীয় কাজ দলের নিয়ম মেনেই হচ্ছে।’

বাংলার মুখ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.