বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Junior Doctors Protest: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা, অশোক-দিলীপকে সতর্ক করল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব

Junior Doctors Protest: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা, অশোক-দিলীপকে সতর্ক করল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব

অশোক দিন্দা ও দিলীপ ঘোষ (ফাইল ছবি)

দলের লাইন অমান্য করে, আগ বাড়িয়ে যেভাবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমালোচনা করেছেন অশোক দিন্দা এবং দিলীপ ঘোষ, তাতে বিরক্ত কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় বৈঠকে দেওয়া হল সতর্কবার্তা।

আর জি কাণ্ডের প্রতিবাদে চলা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমালোচনা করে দলের কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষোভের মুখে পড়তে হল ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, তাঁদের দু'জনকেই এই বিষয়ে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে, নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, একমাত্র দল যাঁদের উপর দায়িত্ব দেবে, সেই নেতানেত্রীরাই এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করবেন এবং বাকিরা তা থেকে বিরত থাকবেন।

উল্লেখ্য, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার একটি ভিডিয়ো সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে তাঁকে বলতে শোনা যায়, যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নাকি আদতে 'সেলফিশ মুভমেন্ট'! অর্থাৎ, স্বার্থপর আন্দোলন।

অশোক দিন্দার এই মন্তব্য সাধারণ মানুষ মোটেও ভালোভাবে নেয়নি। সেটা সমাজমাধ্যম ঘাঁটলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। অন্যদিকে, এই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে আমজনতার বিরক্তির কারণ হয়েছেন দিলীপ ঘোষও। দু'টি ঘটনাই বিজেপি শীর্ষ নেতৃত্বের নজর এড়ায়নি।

উল্লেখ্য, এর আগে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছ থেকে 'গো ব্যাক' স্লোগান শুনতে হয়েছিল রাজ্য বিজেপির দুই হেভিওয়েট - অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে।

অগ্নিমিত্রা পালের ঘটনাটি ঘটেছিল বিধাননগরে, বিজেপির দলীয় কার্যালয়ের কাছেই। সেই ঘটনার পর থেকে বিজেপি নেতারা আর ওই পথ মাড়াননি। কিন্তু, বৃহস্পতিবার সেই কার্যালয়েই বৈঠক করে বিজেপি নেতৃত্ব। তাতে দিলীপ ঘোষ বা অশোক দিন্দা যোগ না দিলেও উপস্থিত ছিলেন অমিত মালব্য, মঙ্গল পাণ্ডেরা।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বৈঠকে অমিত মালব্য রাজ্য নেতৃত্বকে সতর্ক করে দেন। বুঝিয়ে দেন, আর জি কর নিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কোনও সমালোচনা করা যাবে না।

কারণ, মানুষের সমর্থন আন্দোলনের পক্ষে রয়েছে। তাই, আন্দোলনকারীদের বিপক্ষে মন্তব্য করার অর্থ হল, মানুষের থেকে দূরে সরে যাওয়া। কিন্তু, অশোক ও দিলীপ দলের সেই নীতি অগ্রাহ্য করে মন্তব্য করেছেন। এমনটা যে আর করা যাবে না, তা অমিত মালব্যের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়।

উল্লেখ্য, দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পর অগ্নিমিত্রা পাল এই বিষয়ে স্পষ্টতই দূরত্ব বজায় রাখেন। তিনি বুঝিয়ে দেন, দিলীপ ঘোষের মন্তব্য একান্তভাবেই তাঁর ব্যক্তিগত মতামত। একইসঙ্গে, অগ্নিমিত্রা এও বুঝিয়ে দেন তিনি এবং তাঁর দলের শীর্ষ নেতানেত্রীরা সর্বতোভাবেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করছেন এবং করবেন।

বাংলার মুখ খবর

Latest News

হার্টের রোগীদের জন্য আশীর্বাদ, ঠেকায় ক্যানসার! এই ৯ কারণে নিয়মিত খান টমেটো নয়াদিল্লি স্টেশনে 'প্রচণ্ড ভিড়', ফিরল কুম্ভকালে যাত্রী পদপিষ্ট হওয়ার দুঃস্বপ্ন ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ লাকি কারা? ২৪ মার্চ ২০২৫র রাশিফল রইল সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি রাশি কারা? রইল ২৪ মার্চ ২০২৫র রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি রাশি কারা? ২৪ মার্চ ২০২৫র রাশিফল রইল চোরকে জেরা করে চোরাই গরুর হদিশ মিলল নেতার গোয়ালে! বড় অভিযানে পুলিশ, কোথায় ঘটল? চেম্বারেই খুন ‘হাতুড়ে’, এমন প্রতিষ্ঠান থেকে আসল ডাক্তারদের দূরে থাকতে বলল IMA রানের পাহাড় গড়ে RR-কে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে SRH,ম্যাচ হেরে KK-এর হাল কী? কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা PM কার্নির, আর ক'দিন পরই ভোট জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি

IPL 2025 News in Bangla

জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি ৪৩-এও কী ক্ষিপ্রতা! ০.১২ সেকেন্ড সূর্যকুমারের স্টাম্প উড়িয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ম্যাচ জেতানো শতরানে ইশান একাই জেতেন চারটি পুরস্কার, কে কত টাকা পকেটে পুরলেন? অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়… IPL-এ প্রথম সেঞ্চুরি হাঁকিয়েই MI-কে ঠুকলেন ইশান ‘বাঙালিরাই যদি…’! আইপিএল উদ্বোধনে বাংলায় গান গাইলেন না শ্রেয়া, আক্ষেপ চিরঞ্জিতের আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঞ্চালনা নিয়ে বিরক্ত একাংশ IPL-এ নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড করল RR, তবু SRH-এর কাছে ৪৪ রানে হার সঞ্জুদের পিচে স্পিন না হলে,রাসেল কীভাবে আউট হলেন?রাহানেকে পালটা জবাব ইডেনের পিচ কিউরেটরের শতরান করে আগ্রাসী সেলিব্রেশন ইশানের,জবাব দিলেন কাকে- আগরকার নাকি নীতা আম্বানিকে? ১ রানের জন্য রেকর্ড হাতছাড়া, IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস গড়ল SRH

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.