বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Shyama Sundari Mandir: শ্যামাসুন্দরী মন্দিরে তছরুপ হয়নি! কমিটিকে ক্লিনচিট BJP-র, 'পাড়া নির্বংশ হবে’, অভিশাপ ‘পুরোহিতের’

Shyama Sundari Mandir: শ্যামাসুন্দরী মন্দিরে তছরুপ হয়নি! কমিটিকে ক্লিনচিট BJP-র, 'পাড়া নির্বংশ হবে’, অভিশাপ ‘পুরোহিতের’

শ্যামাসুন্দরী মন্দিরে তছরুপ হয়নি! কমিটিকে ক্লিনচিট বিজেপির। (ছবি সৌজন্যে বিজেপির টুইট করা ভিডিয়ো)

মা কালীকে সামনে রেখে ব্যবসা করার অভিযোগ উঠেছে মন্দির কমিটির বিরুদ্ধে। ভোগের চাল পাচারের অভিযোগ উঠেছে। আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। সেই শ্যামাসুন্দরী মন্দির কর্তৃপক্ষকে ক্লিনচিট দিল বিজেপি।

শ্যামাসুন্দরী মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় এবার আসরে নামল বিজেপি। পদ্মশিবিরের দাবি, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরুপের ভিত্তিহীন অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। যে কর্তৃপক্ষের বিরুদ্ধে চাল পাচার, আর্থিক প্রতারণায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে, তাদের ‘ক্লিনচিট’ দিয়ে বঙ্গ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে দীর্ঘদিন ধরেই সুকিয়া স্ট্রিটের মন্দিরের তহবিলে হাত বসাতে চাইছে তৃণমূল। কিন্তু সেটা করতে পারেনি। তাই এরকম কৌশল অবলম্বন করেছে বলে অভিযোগ করেছে বিজেপি। বঙ্গ বিজেপির বক্তব্য, রাজনৈতিক হস্তক্ষেপের জেরে শ্যামাসুন্দরী মন্দির বন্ধ হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ, তৃণমূলের গুণ্ডা এবং স্থানীয় কাউন্সিলরের আক্রমণ থেকে রক্ষা করতে ইতিমধ্যে মা কালী, মহাদেব এবং জগন্নাথদেবের মূর্তি সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বিজেপির সেই অভিযোগ নিয়ে আপাতত তৃণমূলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে নিজেদের অভিযোগের ‘প্রমাণ’ হিসেবে দুটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) শেয়ার করেছে বিজেপি। একটি ভিডিয়োয় যে ব্যক্তিকে কথা বলতে দেখা গিয়েছে, তিনি পুরোহিত বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। অপর ভিডিয়োর প্রেক্ষিতে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে পুরোহিতের পরিবারকে হুমকি দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা উত্তম হালদার ও সাঙ্গপাঙ্গরা।

'কুণাল ঘোষ চোরটা', আক্রমণ ‘পুরোহিতের’

যে ভিডিয়োটি পুরোহিতের বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে, তাতে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘কুণাল ঘোষ, ওই চোরটা, যে সারদাকাণ্ডে চোর, তাঁর বক্তব্য কী? এতদিন আপনারা মেয়েকে সামলেছেন। এবার আমাদের দিন। আমরা মেয়েকে বিক্রি হতে দেব না। এভাবেই সব মন্দির দখল করে নেয়। আমাদের মন্দিরেও তাই করতে চেয়েছে। আমরা আমাদের মন্দিরের ক্ষেত্রে সেটা হতে দেব। (শরীরে যতক্ষণ) রক্তের একটাও বিন্দু থাকবে, (ততক্ষণ) সেটা হতে দেব না।’

আরও পড়ুন: Kali Mandir: ‘আমরাও কালীভক্ত তবে রটনা করে পয়সা উপায় করবেন না,’ কলকাতার মন্দিরের সামনে ক্ষোভ

মা কালীর নামে ব্যবসা-তছরুপ, অভিযোগে বিদ্ধ মন্দির কমিটি

পুরোহিত (বিজেপির দাবি) সেই কথা বললেও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, মা কালীর পুজোর নামে প্রচুর টাকা নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মানুষ যে ভোগের চাল দেন, তা রাতের অন্ধকার পাচার করে দেওয়া হয়। করা হয় বিক্রি। মানুষের বিশ্বাস ভাঙিয়ে মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরুপ চালানোর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, আইনসিদ্ধ কোনও ট্রাস্টও নেই মন্দিরের।

আরও পড়ুন: Dakshineswar Kali Idol: মা কালীর ৩ মূর্তি তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরে! বাকি দুটি কোথায় প্রতিষ্ঠিত জানেন

সেই আবহেই গত বুধবার শ্যামাসুন্দরী মন্দিরে আসেন কুণালরা। আসে পুলিশ। মন্দির কর্তৃপক্ষকে জানানো হয় যে পুজো নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু মা কালীকে সামনে রেখে কোনওরকম আপত্তিকর কাজ করা যাবে না। বন্ধ করতে হবে সেরকম কাজ। মা কালীকে নিয়ে কোনওরকম ব্যবসা করা যাবে না বলেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: Jagannath Mandir:‘পুরীর ধ্বজা যেমন রোজ বদল করা হয়, তেমনভাবেই..’ দিঘার জগন্নাথ মন্দির কী কী হতে চলেছে, বলে দিলেন মমতা

‘পুরো পাড়া নির্বংশ হবে’, অভিশাপ দিলেন ‘পুরোহিত’

যদিও বিজেপির পোস্ট করা ভিডিয়োয় ‘পুরোহিত’-কে যাবতীয় অভিযোগ অস্বীকার করতে শোনা গিয়েছে। ওই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমি দেখতে চাই, মায়ের জোর বেশি নাকি তোর জোর বেশি । শয়তান, তুই নির্বংশ হবি। তোকে আমি অভিশাপ দিলাম। তোর পুরো পরিবার। আর যে পাড়া ছেড়ে এসেছে, সেই পুরো পাড়া নির্বংশ হবে। বলে রাখলাম, আমার কথা সব সত্যি হবে।’

বাংলার মুখ খবর

Latest News

পেছন দিকে দৌড়ে দুরন্ত ক্যাচ যশস্বীর, প্রথমে বিশ্বাস হচ্ছিল না, বললেন হর্ষিত ফুটবলকে বিদায় জানালেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো মুজিবের বাড়ি ভাঙা নিয়ে মুখ খুলল ভারত, ইউনুসের 'হাসিনা অজুহাতের' পর দিল্লি বলল… ৩ বার নষ্ট করেন গর্ভের সন্তান! ২২ বছর পর ডিভোর্স সম্রাটকে? খোলসা করলেন ময়না 'এরা টুপি পরায়…', টলিপাড়ার ‘কাস্টিং এজেন্সি’ নিয়ে সরব হলেন শ্রুতি, কী দাবি তাঁর রতন টাটার সম্পত্তির কী কী পাবেন মোহিনী মোহন? দাবিতে 'গরমিল', তৈরি হবে বিতর্ক? ২য় বিয়ের আগে ইসলাম গ্রহণ করেন,দীপিকার কি প্রথম স্বামীর সঙ্গে সত্যিই এক মেয়ে আছে? গাজা নিয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্য ঠিক কী? বিতর্কের আগুনে জল পড়ছে, না ঘি? কী খেলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকে? ডায়াবিটিস থাকলে জেনে নিন আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট ও ৬০০০ রান করেছেন যে ক্রিকেটাররা

IPL 2025 News in Bangla

ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান! জানালেন আসল কারণ ভক্তকে গ্লাভস উপহার! রঞ্জির আগে ফ্যানদের সঙ্গে পোজ দিয়ে ছবি! এ যেন অন্য বিরাট অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.