বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিধায়কের মৃত্যুতে CBI চেয়ে রাষ্ট্রপতির পর স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ বিজেপি

বিধায়কের মৃত্যুতে CBI চেয়ে রাষ্ট্রপতির পর স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ বিজেপি

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বিজেপির প্রতিনিধিদল

এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, পুরোটাই রাজ্য সরকারের বানানো। সুইসাইড নোট লিখে ওনার পকেটে ভরে দেওয়া হয়েছে।

রাজ্য যতই আত্মহত্যা প্রমাণে উঠেপড়ে লাগুক হেমতাবাদে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ে মৃত্যুর CBI তদন্তের দাবিতে অনড় বিজেপি। তাই সকালে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর একই দাবিতে বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গ থেকে দলের সাংসদ ও মন্ত্রীরা। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। 

এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, পুরোটাই রাজ্য সরকারের বানানো। সুইসাইড নোট লিখে ওনার পকেটে ভরে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ওপর আর কেউ বিশ্বাস করে না। আমরা সিবিআই তদন্তের দাবি রেখেছি।

এদিন সকালে একই দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিল বিজেপির প্রতিনিধিদল। রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে বেরিয়ে বিজেপি নেতা কৈলাস বলেন, ‘বোমা বিস্ফোরণ, গুলি এগুলোই এখন পশ্চিমবঙ্গের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। ভোট যত এগোচ্ছে ততই হিংসা বাড়ছে। বিজেপির কোনও কর্মীর নাম লিখে মৃতের নামে একটা সুইসাইড নোট তৈরি করবে। তার পর বিজেপি কর্মীকেই জেলে ভরবে। আমরা মাননীয় রাষ্ট্রপতিকে বলেছি, আমাদের ওখানকার কোনও তদন্তকারী সংস্থার ওপর কোনও ভরসা নেই। এই ঘটনার সিবিআই তদন্ত প্রয়োজন।‘ 

পশ্চিমবঙ্গ সরকারের অপসারণ দাবি করে কৈলাস বলেন, ‘যেখানে জনপ্রতিনিধির সুরক্ষা নেই সেই সরকারেরও ক্ষমতায় থাকার অধিকার নেই। এই সরকারকে এখুনি বরখাস্ত করা উচিত। সেজন্য রাজ্যপালের কাছে আপনার রিপোর্ট তলব করা উচিত।‘

 

বন্ধ করুন