বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > BJP-র কলকাতা পুরসভা অভিযান ঘিরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে ধুন্ধুমার

BJP-র কলকাতা পুরসভা অভিযান ঘিরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে ধুন্ধুমার

কলকাতায় বিজেপির বিক্ষোভ।

বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে দলের রাজ্য সদর দফতর থেকে কলকাতা পুরসভা অভিযান শুরু করেন বিজেপি কর্মীরা। নেতৃত্বে ছিলেন কাউন্সিলর মিনাদেবী পুরোহিত, বিধায়ক অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ। সঙ্গে ছিল মশার বিশাল মডেল। ছিল মশারি।

কলকাতায় ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ পুরসভা। ডেঙ্গি তথ্য গোপন করছে পুরবোর্ড। এই অভিযোগে বিজেপির কলকাতা পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগিয়ে যেতে গেলে হাতাহাতি শুরু হয়। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। এর জেরে প্রায় ৩০ মিনিট চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে দলের রাজ্য সদর দফতর থেকে কলকাতা পুরসভা অভিযান শুরু করেন বিজেপি কর্মীরা। নেতৃত্বে ছিলেন কাউন্সিলর মিনাদেবী পুরোহিত, বিধায়ক অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ। সঙ্গে ছিল মশার বিশাল মডেল। ছিল মশারি। মিছিল যোগাযোগ ভবনের সমানে পৌঁছতেই ব্যারিকেড করে আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। স্লোগান ওঠে ‘কলকাতা পুরসভা হায় হায়’। পুলিশের বাধার মুখে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। তখনই তাদের চেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

এই ঘটনার জেরে প্রায় ৩০ মিনিট যোগাযোগ ভবনের সামনে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের মুখে যান চলাচল বন্ধ থাকে। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।

বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘এই সরকার এখন নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত। মানুষ বাঁচল কি বাঁচল না সেদিকে তাদের খেয়াল নেই। রোজ ডেঙ্গিতে মৃত্যুর খবর আসছে। কিন্তু কলকাতা পুরসভা স্বীকার করছে না। এই পুরবোর্ডের এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নেই।’

 

বন্ধ করুন