বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Nishith Pramanik: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা কাণ্ডে কলকাতা হাইকোর্টে বিজেপি, চাপ কি বাড়ছে?

Nishith Pramanik: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা কাণ্ডে কলকাতা হাইকোর্টে বিজেপি, চাপ কি বাড়ছে?

নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় মন্ত্রী (নিজস্ব চিত্র )

এই হামলার নেপথ্যে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। আর পাল্টা মন্ত্রী উদয়ন গুহের দাবি, নিশীথ প্রামাণিক সমাজবিরোধীদের দিয়ে এলাকা দখল করতে চেয়েছিলেন। আর তার জেরেই এই অশান্তির সৃষ্টি হয়। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বিজেপির কর্মী–সমর্থকরাই এই হামলার পিছনে রয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলাকাণ্ডে রাজভবন থেকে কড়া বিবৃতি এসেছে। সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার পর। এবার এই ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা বাহিনী থাকার পরেও, তার উপর হামলা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন মামলাকারী আইনজীবীর। আর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্তভার দেওয়া হোক সিবিআইকে বলে আবেদন করা হয়েছে। এই নিয়ে মামলা দায়ের করার অনুমতি দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা আছে।

গত শনিবার কোচবিহারের দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা থেকে শুরু করে বোমা, গুলি ও পাথর ছুড়ে হামলা করা হয়েছিল বলে অভিযোগ। তখন থেকেই রাজ্য বিজেপির পক্ষে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হয়। রাজ্যপালও কড়া বিবৃতি দিয়েছেন আইনশৃঙ্খলা নিয়ে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবী সূর্যনীল দাস। দিনহাটায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন করার আবেদন জানান।

এদিকে আবেদনের প্রেক্ষিতে চলতি সপ্তাহে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে। কোচবিহার জেলার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় পৌঁছলে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান বলে অভিযোগ। যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়। অভিযোগ, এই ঘটনার প্রেক্ষিতে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস ‌এবং বিজেপির কর্মী-সমর্থকরা। ঢিল ছুড়ে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় এবং গুলি–বোমা চলার অভিযোগ ওঠে।

অন্যদিকে এই হামলার ঘটনার নেপথ্যে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। আর পাল্টা মন্ত্রী উদয়ন গুহের দাবি, নিশীথ প্রামাণিক সমাজবিরোধীদের দিয়ে এলাকা দখল করতে চেয়েছিলেন। আর তার জেরেই এই অশান্তির সৃষ্টি হয়। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বিজেপির কর্মী–সমর্থকরাই এই হামলার পিছনে রয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে যখন রাজ্য–রাজনীতি সরগরম তখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। সুকান্ত মজুমদার দিনহাটায় ঘুরবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন