আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অনলাইন মনোনয়ন জমা এবং ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপি। চিঠিতে শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলে দল জানিয়েছে, যদি এ সব ব্যবস্থা না করা হয় তবে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া কঠিন বলে কমিশনকে চিঠিতে জানিয়েছে বিজেপি।
রাজ্য বিজেপির মতে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গায়ের জোরে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেবে শাসক দল। পুলিশও শাসক দলেরও হয়ে কাজ করবে। এই পরিস্থিতি নির্বাচনকে শান্তিপূর্ণ করতে হলে মনোয়ন জমা দেওয়ার ব্যবস্থাকে অনলাইন করতে হবে। হোয়াটসঅ্যাপ, ইমেল বা অন্য কোনও ই-মাধ্যমে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে কমিশনকে। যাতে বিরোধীরা মনোনয়ন জমা দিতেন পারেন।
তবে রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই চিঠি নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। বিজেপি অবশ্য ইঙ্গিত দিয়েছে, এ নিয়ে কমিশন যদি কোনও পদক্ষেপ না করে তবে সে ক্ষেত্রে তারা আদালতের দ্বারস্থ হতে পারে।
তৃণমূল অবশ্য বিজেপির এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, রাজ্যে ভাল ফল করতে পারবে না বলেই এই ধরনের কথা বলছে তারা।