বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিজেপির শহিদ তর্পণ নিয়ে আড়াআড়িভাবে বিভক্ত দল, হেস্টিংস অফিস ভরবে তো?

বিজেপির শহিদ তর্পণ নিয়ে আড়াআড়িভাবে বিভক্ত দল, হেস্টিংস অফিস ভরবে তো?

দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী (ছবি ; পিটিআই)

হেস্টিংস অফিস ভরাতে সবাইকে উপস্থিত থাকার ফরমান জারি করা হয়েছে।

আর কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের হাইভোল্টেজের শহিদ স্মরণ সমাবেশ। এটার দেখাদেখি এবার প্রথম শুরু হচ্ছে বিজেপির শহিদ তর্পণ পালন। আর তা নিয়ে দলের অন্দরে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়ল গেরুয়া শিবির। কারণ বিজেপির এই প্রধান কর্মসূচির নেতৃত্ব দেবে শুভেন্দু অধিকারী। হেস্টিংস অফিসে তা হবে বেলা দেড়টায়। উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির নেতারা। আর এই কর্মসূচি নিয়েই মূরুলিধর সেন লেনের অন্দরে ফাটল দেখা দিয়েছে। একাংশ নেতা–কর্মী বলতে শুরু করেছেন, তৃণমূল কংগ্রেসের দেখাদেখি শুরু হলো বিজেপির মূল কর্মসূচি। আবার কেউ বলছেন, তৃণমূল কংগ্রেস থেকে আসা নেতার হাত ধরেই মূল কর্মসূচি করতে হবে? বিজেপির নেতা কি কম পড়েছিল?

এই আড়াআড়িভাবে বিভক্তের জেরেই এখন জোর চর্চা শুরু হয়েছে। যার জেরে হেস্টিংস অফিস ভরাতে সবাইকে উপস্থিত থাকার ফরমান জারি করা হয়েছে। তবে বিজেপির আর একটা অংশের দাবি, তৃণমূল কংগ্রেসের জমানায় এখনও পর্যন্ত ১৮০ জনের বেশি বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই দিবস পালন করা হচ্ছে। ঠিক ছিল, দিলীপ ঘোষ রাজঘাটে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। কিন্তু দলের অন্দরে এই ফাটল চওড়া হতেই তড়িঘড়ি দিল্লি থেকে ভার্চুয়ালি দিলীপ ঘোষকে দিয়ে হেস্টিংসের শহিদ তর্পণে ভাষণ দেওয়ানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, তৃণমূলী বাধ্যবাধকতা থেকে কী এখনও মুক্ত হতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব?‌

নামপ্রকাশে অনিচ্ছুক এর বিজেপি নেতা বলেন, ‘‌রাজ্যে দলের রাশ নিজের হাতে রাখতে পারছেন না দিলীপ ঘোষ। এখন দিলীপকে ছাপিয়ে যাচ্ছে শুভেন্দু। তাই নিয়ে দলের অন্দরে মতপার্থক্য তৈরি হচ্ছে।’‌ পাল্টা দিলীপ শিবিরের দাবি, দিলীপ ঘোষের অনুপস্থিতির সুযোগে রাজ্য বিজেপিকে কেউ কেউ ভুল পথে চালিত করার চেষ্টা করতে পারে, আমরা তা হতে দেবো না। সুতরাং এটা স্পষ্ট যে, আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

এই পরিস্থিতিতে ফের প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিজেপির মুখ কে? এই প্রশ্নের উত্তর একুশের নির্বাচনের সময় থেকে দিতে পারেনি বিজেপি৷ এখনও তা স্পষ্ট করতে পারছেন না বিজেপি নেতারা। আবার কলকাতার হেস্টিংস অফিসে শহিদ তর্পণ কর্মসূচি শুভেন্দুর নেতৃত্বে হলে, দিলীপ ঘোষ তো রাজ্য বিজেপি থেকে ভ্যানিশ হয়ে যাবেন। তাই সশরীরে শুভেন্দু থাকলেও, ভার্চুয়ালি জবাব দেবেন বিজেপির রাজ্য সভাপতি। আর এই দেখে হাসছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বাংলার মুখ খবর

Latest News

চোখ ঝাপসা! কাঞ্চনকে গাড়ি থেকে নামালেন কল্যাণ, হাসপাতালে ভর্তি ‘কচি বউ’ শ্রীময়ী চপার থেকে নামতেই পা জড়িয়ে ধরেন মহিলা, রাস্তায় চুমুও ছুড়লেন তরুণী, কী করলেন দেব শুক্রবার থেকে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ বহু জায়গায় !ভোটের দিন কোথায় কোথায় খোলা থাকবে না নিজের সম্পত্তি বাঁচাতে রাজীব গান্ধী তুলে দিয়েছিলেন উত্তরাধিকার আইন- মোদী হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিসমাহ মারুফ বেআইনি নির্মাণ কিনা ফ্ল্যাট কেনার আগেই জানতে পারবেন ক্রেতারা, চালু হচ্ছে পোর্টাল তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদ করার ‘শাস্তি’, সংখ্যালঘু নেতাকে বহিষ্কার BJP-র 'আমরা কোথাও যাচ্ছি না'- বাইডেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে আমেরিকায় টিকটক টেকানোর বার্তা শেষ মুহূর্তে ফোন করেছিলেন ঋষি! ফোন তুলতে পারেননি, সেই আক্ষেপ আজও রয়েছে ঋদ্ধিমার

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.