বিএসফের বিরুদ্ধে অবমাননাকর ভাষা প্রয়োগের অভিযোগ এনে অপর্ণা সেনকে আইনি নোটিশ পাঠালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ওই নোটিশে ৭ দিনের মধ্যে ক্ষমা না চাইলে অপর্ণা সেনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অনির্বাণবাবুর পক্ষে তাঁর আইনজীবী বৃহস্পতিবার অপর্ণা সেনকে আইনি চিঠি পাঠিয়েছেন। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে খুনি, ধর্ষক প্রভৃতি শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে অপর্ণা সেনের বিরুদ্ধে।
সম্প্রতি বিএসএফের গতিবিধির সীমা সীমান্তের ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করেছে কেন্দ্র। সেই সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে অপর্ণা সেন বলেছিলেন, সীমান্তের সামরিকীকরণ চলছে। কেন্দ্রীয় সরকার ওখানে আরও BSF পাঠাচ্ছে। যেন এরা যথেষ্ট নয়। যারা হত্যা করছেন, ধর্ষণ করছেন তাঁরা যথেষ্ট নন’।
আইনি নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে অপর্ণা সেনকে। নইলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।