আরজি করের প্রতিবাদে টানা আন্দোলন জুনিয়র ডাক্তারদের। আর সেই আন্দোলনের সামনে নতি স্বীকার করে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। তার পরিবর্তে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বারাকপুর কমিশনারেটের প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তাঁকে কলকাতার নগরপাল করার পর থেকেই রাজ্য সরকারকে একের পর এক কটাক্ষ করে চলেছে বিরোধীরা। আর এবার মনোজ ভার্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা অর্জুন সিং। বাম জমানার পাশাপাশি বর্তমান সরকারের আমলে মনোজ ভার্মার একাধিক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ তুলেছেন অর্জুন সিং। একইসঙ্গে মনোজ ভার্মার কলকাতার পুলিশ কমিশনার হওয়াকে ‘গিফট পোস্টিং’ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা।
আরও পড়ুন: মনোজ ভার্মাকে 'সিপিএমের দালাল' বলেছিলেন মমতা, বিনীত সরতেই তিনিই হলেন নতুন সিপি
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মনোজ ভার্মাকে কটাক্ষ করে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ‘উনি গিফট পোস্টিং পেলেন।’ তাঁর অভিযোগ, বাম জমানায় থানার মালখানা থেকে অস্ত্র নিয়ে সিপিএমের লোকদের হাতে তুলে দিতেন মনোজ ভার্মা। আর ওই অস্ত্র দিয়েই সিপিএমের লোকেরা তৃণমূল কর্মীদের খুন করত। শুধু তাই নয়, ২০১৯ সালে বিজেপি জেতার পর বারাকপুর কমিশনার এলাকায় দাঙ্গা লাগানোর মূলনায়ক মনোজ ভার্মা ছিলেন বলেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন অর্জুন সিং।
বিজেপি নেতার অভিযোগ, এই আইপিএস অফিসারের মদতেই বিজেপির পার্টি অফিসগুলি দখল নিয়েছিল তৃণমূল। তাঁর দাবি, টিটাগড় থানার সামনে দলীয় নেতা মণীশ শুক্লা খুন হয়েছিলেন। সেই সময় মনোজ ভার্মাই ছিলেন বারাকপুরের পুলিশ কমিশনার।
এছাড়া অর্জুন সিং স্পষ্টভাবে অভিযোগ তুলেছেন, ২০১৯ সালের পর থেকে এলাকায় যতগুলি বিজেপি কর্মী খুন হয়েছে মনোজ ভার্মা তার মূল চক্রী। অর্জুনের দাবি, এই কারণেই মনোজকে গিফট দেওয়া হয়েছে।
অর্জুন সিংয়ের দাবি, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে দমন পীড়ন নীতি বলবৎ করার জন্যই মনোজ ভার্মাকে পুলিশ কমিশনার করা হয়েছে। এপ্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের সতর্ক থাকার অনুরোধ করেছেন অর্জুন।একইসঙ্গে তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চিকিৎসকরা নিরাপদ থাকবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পচে গিয়েছে। সেই জন্য সুপ্রিম কোর্টে বারবার ঝার খেতে হচ্ছে।’